বড়সড় সফলতা হাসিল করল ভারতীয় সেনা, পুলওয়ামায় লস্করের কম্যান্ডার সহ নিকেশ তিন জঙ্গি

বাংলা হান্ট ডেস্কঃ জম্মু কাশ্মীরের পুলওয়ামা সেক্টরে মঙ্গলবার মধ্যরাত থেকে ভারতীয় সেনা আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার হয়। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, তিন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনা। এবং বাকিদের উদ্দেশ্যে এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভারতীয় সেনা গোপন খবর পেয়েছিল যে, পুলওয়ামা সেক্টরে কয়েকজন জঙ্গি লুকিয়ে রয়েছে। খবর পাওয়ার পর স্থানীয় পুলিশকে নিয়ে সেনা সেই এলাকায়া সার্চ অপারেশন শুরু করে। সেনা আর পুলিশকে দেখে জঙ্গিরা গুলি চালানো শুরু করে দেয়। এরপর সেনাও পাল্টা গুলি চালায়। সেনার পাল্টা জবাবে তিন জঙ্গি নিকেশ হয়। এখনও ওই এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে বলে জানা যাচ্ছে। সেনা এখনও তাঁদের অপারেশন জারি রেখেছে।

দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় মধ্যরাত থেকেই এনকাউন্টার শুরু হয়। আইজিপি কাশ্মীর জানান, মৃত জঙ্গিদের মধ্যে একজন লস্কর-ই-তইবার কম্যান্ডার এজাজ ওরফে আবু হুরাইরা (Abu Huraira) ছিল। এছাড়াও দুজন স্থানীয় জঙ্গিকে নিকেশ করা হয়েছে। এলাকায় এখনও সার্চ অপারেশন চলছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর