বাংলাহান্ট ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের তথ্য বিষয়ক বিশেষ সহকারি ডঃ ফিরদৌস আশিক আওয়ান মঙ্গলবার শিয়ালকোটে কারবালায় অংশ নিয়ে বলেন, ইরাকের কারাবালার ইতিহাসের কথা আমরা জানি। ভারত অধিকৃত কাশ্মীরের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটছে। তিনি বলেন, অন্যায়ের কাছে মাথা নত না করা কারাবালার শিক্ষা।
ইমরান খানের মন্ত্রী এদিন বলেন, ভারতের হিন্দুত্ববাদী সরকার কাশ্মীরের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সারাবিশ্বে মহরম পালিত হলেও কাশ্মিরিদের মহরম পালন করার স্বাধীনতাটুকু দেয়নি ভারত সরকার। তিনি বলেন, আদর্শ থেকে শিক্ষা নিয়ে এই অন্যায় প্রতিহত করতে হবে।
ভারত সরকার জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীর কে ভারতের কেন্দ্র ভুক্ত করেছেন। তারপর থেকেই পাকিস্তান সরকার ভারতকে যেনতেন প্রকারে খোঁচা দিচ্ছেন। এর আগেই পাকিস্তান সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক ত্যাগ করেছেন। জম্মু কাশ্মীর ইস্যু নিয়ে ভারতকে কটাক্ষ করার জন্য একেবারে মরিয়া হয়ে রয়েছেন। শুধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান না, অন্যান্য নেতা-মন্ত্রীরা সমানতালে পাল্লা দিয়ে ভারতকে কটাক্ষ করছেন।