৩১ বছর ছোট নাবালিকার সঙ্গে তৃতীয় বিয়ে পাকিস্তানি সাংসদের, সাফাইয়ে দিলেন আল্লাহর দোহাই

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানের ক্ষমতাসীন দল পিটিআই-র সাংসদ এবং জনপ্রিয় টিভি উপস্থাপক আমির লিয়াকত হুসেন তার তৃতীয় বিয়ে সম্পর্কে বলেছেন, ঈশ্বর পুরুষদের দুর্বল করে দিয়েছেন। বুধবার আমির লিয়াকত তার থেকে ৩১ বছরের ছোট ১৮ বছর বয়সী সৈয়দা দানিয়া শাহকে বিয়ে করেন। এর কয়েক ঘণ্টা আগে আমিরের দ্বিতীয় স্ত্রী তার স্বামীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় আমিরকে তার বিয়ে নিয়ে ট্রোল করছেন মানুষ। এদিকে আমির এক পোস্টে বলেছেন, পুরুষরা দুর্বল।

আমিরের এই মন্তব্যে সোশ্যাল মিডিয়া পোস্টে মন্তব্য করেছেন আমিরের ঘনিষ্ঠ বন্ধু আদনান ফয়সালসহ অন্যরা। এর প্রতিক্রিয়ায় আমির তার ইনস্টাগ্রামে করা একটি পোস্টে লিখেছেন, ‘অনেক অজ্ঞ লোকের দ্বারা আমাকে ট্রোল করা হচ্ছে, এতে অবাক হওয়ার কিছু নেই। আমার প্রতিটি ভুল মতামতের উত্তর দেওয়ার অভ্যাস নেই, তবে আদনান ফয়সালের সাথে আমার একটি ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং আমি জানি তিনি প্রতিটি পোস্ট দেখেন না। কিন্তু তার টিমের লোক এতটাই অজ্ঞ যে তারা এটাও জানে না যে আমি এটা বলছি না।”

তিনি আরও লিখেছেন, ‘আল্লাহ কোরানে বলেছেন, আমি সাহিত্যের সাথে পুনরাবৃত্তি করেছি। আল্লাহ বলেন- মানুষ স্বভাবতই দূর্বল হয়ে জন্মায় এবং এই দুর্বলতার ফল হলো সে যত কষ্টই করুক না কেন সে শীঘ্রই শরীরের কামনা-বাসনার কাছে আত্মসমর্পণ করে। একজন ব্যক্তির জন্য তার ইচ্ছার প্রতি ধৈর্য ধারণ করা কঠিন, সে আকাঙ্ক্ষা তার জন্য যতই ক্ষতিকর হোক না কেন।’

পাকিস্তানের বিখ্যাত ইউটিউবার আরসলান নাসিরও আমিরের ‘দুর্বল পুরুষ” মন্তব্যের প্রতিক্রিয়া দিয়েছেন। নিজের টুইটার হ্যান্ডেল থেকে করা এক টুইটে তিনি লিখেছেন, ‘#দুর্বল পুরুষ। ভালো বলেছেন, তাই এখানে বাঙালি বাবার ব্যবসা রমরমা।” আরসালানের টুইটের জবাবে আমির লিয়াকত আবারও টুইট করে কোরানের কথা উল্লেখ করেছেন।


Koushik Dutta

সম্পর্কিত খবর