ভারতীয় হাই কমিশনের ইফতার পার্টিতে অতিথিদের ঢুকতেই দিলেন না পাক কর্তারা

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় হাই কমিশনের দেওয়া ইফতার পার্টির অতিথিদের সাথে অভদ্র আচরণ করলেন পাক কর্তারা।ভারতীয় হাই কমিশনের ধাকা ইফতার পার্টিতে ঢুকতে বাঁধা দেওয়া হল অনেককেই।

ইসলামাবাদের ‘সেরেনা’ হোটেলে ভারতীয় হাইকমিশনারের তরফ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয়। এই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়েছিল পাক প্রধানমন্ত্রী সহ আরো অনেক অতিথিদের। ইসলামাবাদের পুলিশ ও প্রশাসনিক কর্তারা আগে থেকেই ঘিরে রেখেছিল গোটা হোটেল চত্বর। ইফতার পার্টিতে আসা অতিথিদের নিরাপত্তার অজুহাতে হেনস্থা করার অভিযোগ ওঠে ইসলামাবাদ পুলিশ ও প্রশাসনিক কর্তাদের উপর।
3412a images 12
আমন্ত্রিতদের অনেককেই হোটেলে ঢুকতে না দিয়ে ফিরে যেতে বাধ্য করেন ইসলামাবাদ পুলিশ ও প্রশাসনিক কর্তারা। এমনকি মারমুখী হয়ে ওঠেন ইসলামাবাদে নিরাপত্তাকর্মী ও প্রশাসনিক কর্তারা।

এ বিষয়ে পাকিস্থানে ভারতীয় হাইকমিশনার অজয় বিসারিয়া বলেছেন, ‘গতকাল যে সব অতিথি অভ্যাগতদের ফিরে যেতে বাধ্য করা হয়েছে তাদের কাছে আমরা ক্ষমা চাইছি। তাদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে যে আচরণ করা হয়েছে তা আমাদের খুব হতাশ করেছে।ওরা অনেককে হুমকিও দিয়েছেন।’

পাকিস্তানের ভারতীয় হাইকমিশনার ভিসারিয়া আরও বলেন, “ওরা যে শুধুই সভ্যতা,ভদ্রতার সীমা বা কূটনৈতিক আচরণের প্রাথমিক শর্ত গুলি লংঘন করেছেন,তাই নয়। তাদের এই আচার আচরণ আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কি ও প্রভাবিত করবে।”


সম্পর্কিত খবর