রাষ্ট্রসংঘে পাত্তাই পেলেন না পাকিস্তানি প্রধানমন্ত্রী! পিকনিক করে ফিরে গেলেন দেশে

বাংলা হান্ট ডেস্ক: রাষ্ট্রসঙ্ঘে পাত্তাই পেলেন না পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার (Anwar ul Haq Kakar)। কাশ্মীর ইস্যু (Kashmir Issue) নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলার পরই ভারতের পাল্টা জবাব পায় পাকিস্তান (Pakistan)। ভারত সরাসরি জাতিসংঘের ওই অধিবেশনে বলে, পাকিস্তানের উচিত পাক-অধিকৃত কাশ্মীর (PoK) খালি করা এবং সন্ত্রাসবাদ বন্ধ করা। (India)

আন্তর্জাতিক মঞ্চে ভারত পাকিস্তানের সংখ্যালঘু এবং নারীদের ওপর অত্যাচারের বিষয়টিও উত্থাপন করে। আর এই নিয়ে কোনও দেশের তরফ থেকেই সমর্থন পাননি পাকিস্তানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। জাতিসংঘের (United Nations) বৈঠকে যোগদানের আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, বিভিন্ন দেশের প্রতিনিধি এবং রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন তিনি। কিন্তু আদতে একটি বৈঠকও করতে পারেননি পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী।

আর এরপরেই জানা যায়, আনোয়ার-উল-হক কাকার কোনও দেশের রাষ্ট্রপ্রধানদের থেকে পাত্তা না পেয়ে প্যারিসে (Paris) পরিবারের সঙ্গে পিকনিক (Picnic) করে পাকিস্তানে ফিরে গিয়েছেন।

পাকিস্তানি সংবাদপত্র ডনের এক প্রতিবেদন অনুযায়ী, কাকারকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল তিনি সৌদি আরবে যাবেন কিনা, সেখান থেকে কোনও উত্তর পাওয়া যায়নি। সরকারি সূত্রের খবর, নিউইয়র্ক যাওয়ার পথে তিনি পরিবারের সঙ্গে প্যারিসে নামেন এবং আইফেল টাওয়ার দেখেন। বৃহস্পতিবার রাতে তিনি এক তুর্কি রেস্টুরেন্টে পরিবার এবং বন্ধুদের সঙ্গে ডিনারও করেন।

এদিকে পাকিস্তানের সর্বকালের বন্ধু তুরস্কের প্রেসিডেন্টও পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি। আমেরিকান (American) প্রতিনিধি দলের সঙ্গে তার বৈঠকের কারণে এই বৈঠক বাতিল হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে।

pak

আইএমএফ (IMF) কর্তাদের সঙ্গে বৈঠক সেরেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। আইএমএফ-এর কাছে দুর্দশাগ্রস্ত পাকিস্তানের কাছে আর্থিক প্যাকেজের জন্য আবেদন জানিয়েছে বলে খবর। এদিকে পাকিস্তানে ইতিমধ্যেই নির্বাচন ঘোষণা হয়েছে।

Monojit

সম্পর্কিত খবর