বাংলাহান্ট ডেস্কঃ করোনা (covid-19) আক্রান্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খান (imran khan)। কাজে দিল না বন্ধু দেশ চীনের (china) টিকা। করোনা ভ্যাকসিন নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে রিপোর্ট পজেটিভ এল পাকিস্তান প্রধানমন্ত্রী ইমরান খানের। একথা স্বয়ং ট্যুইট করে জানালেন স্বাস্থ্য বিষয়ক পরিষেবার ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়জল সুলতান।
কথায় বলে ‘শত্রুর শত্রু আমার বন্ধু’, এই কথাকেই প্রাধান্য দেওয়ার ফল ভুগলেন ইমরান খান। চীনের দেওয়া করোনা টিকার ডোজ নেওয়ার পরও তাঁর করোনা রিপোর্ট পজেটিভ এল। গত বৃহস্পতিবারই চীনের সিনোফার্ম সংস্থার ভ্যাকসিন নেন ইমরান খান।
PM Imran Khan has tested positive for Covid-19 and is self isolating at home
— Faisal Sultan (@fslsltn) March 20, 2021
দেশবাসীকে চীনের টিকা নেওয়ার জন্য উৎসাহ প্রদান করতে, প্রথমেই এই টিকা নেন খোদ প্রধানমন্ত্রী ইমরান খান। আর তাতেই ঘটে বিপত্তি। ভ্যাকসিন নেওয়ার দুদিনের মধ্যেই রিপোর্ট পজেটিভ আসে ইমরান খানের। ভ্যাকসিন নেওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এক ট্যুইট বার্তায় জানানো হয়েছিল, ‘প্রধানমন্ত্রী ইমরান খান আজকে করোনা টিকা নিলেন। পাশাপাশি করোনার তৃতীয় ওয়েভ দেখা দেওয়ায় সমস্ত নির্দেশিকা মান্য করতেও বলেছেন’।
এরপরই শনিবার পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফয়জল সুলতান ট্যুইটে জানান, ‘করোনা আক্রান্ত হয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন’।