রাজাদের পোশাকে ভাইরাল পাকিস্তানি সাংবাদিক

এখন মানুষ সবসময় এমন কিছু করতে চায় যার ফলে সে খুব তাড়া তাড়ি জনপ্রিয় হয়ে ওঠে । আর যেকন ছবি বা ভিডিও তুলে আমরা সবার প্রথম ফেসবুক বা ইন্সটাগ্রামেই পোস্ট করে থাকি আর এর ফলস্বরুপ খুব দ্রুত তা সবার কাছে পউৌছে যায় । আর এরকম ভাবেই পাকিস্তানের এক সাংবাদিক ভাইরাল হয়েছেন সম্প্রতি । তিনি তার ভিডিও আপলোড করার পরেই তা জনপ্রিয় হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে সেই ভিডিও  দেখে সবাই অবাক হয়ে যা ন।

কারন ভিডিওতে তিনি বাদশাহি জামা কাপড় পড়ে সঞ্চালনা করছিলেন । আর তার সাম্ নে ছিল ক্যমেরা ম্যান। সেই ভিডিওতে দেখতে পাওয়া গেছে একটি বিশাল বড় তলোয়ার । আগের দিনে ঠিক রাজারা যেমন রনভুমিতে জুদ্ধ করার সময় তা ব্যব হার করতেন। পাকিস্তানি সাংবাদিক জামিন হাফিজ তার তে লাইক পরেছে অনেক। ভিউ আরস হয়েছে ২.৫ লাখ আর লাইক হয়েছে ৩ হাজারের বেশি । এক কথায় রাতারাতি এখন সে  বাজারে হিট।

 

pakistan3

 

আর  লাহোর ফরত  থেকে এই সঞ্চালনা করেন তিনি। ঈইদিন একটি বিয়ের অনুশঠানে তিনি গিয়েছিলেন। আর সেখান থেকেই তিনি ভি ডিও করেন । তারপর তা প্রকাশ করেন। প্রকাশ করার পর তা ভাইরাল হয়। তিনি পাকিস্তানের সাংবাদিক হয়া সত্ত্বেও তিনি এর আগে অনেকবার এরকম অনেক কাজ করে জনপ্রিয়তা পেয়েছেন।

তার নাম অনেকের কাছেই জানা। তার কাজের জন্য এর আগেও তিনি জনপ্রিয় হয়েছেন। এর আগে এরকম একটা ভিডিও প্রকাশ করেছিলেন তিনি। তাই এবার এই প্রকাশ করতে না করতে বেশি সময় পেতে হয়নি তাকে। তাই তিনি আরও জলদি জনপ্রিয় হয়ে পরেন। পাসাপাশি এরকম একটা রাজ রাজাদের জামার ছবি ভিডিও দিতে পেরে তিনি বেশ খুশি। আর সবাই তা গ্রহন করেছে তাতেও তিনি খুব আপ্লুত।

সম্পর্কিত খবর