বাংলাহান্ট ডেস্ক : নয়াদিল্লিতে (India) অবস্থিত পাকিস্তান হাই কমিশনে কর্মরত এক কর্মীকে মঙ্গলবার ‘অবাঞ্ছিত’ অর্থাৎ Persona Non Grata বলে ঘোষণা করল ভারত সরকার। বিদেশ মন্ত্রকের তরফে এদিন ঘোষণা করা হয়েছে, ওই কর্মী ভারতে কার্যকলাপ চালানোর অধিকারী নন। এমতাবস্থায় ২৪ ঘন্টার মধ্যে ওই কর্মীকে ভারত (India) ছাড়ার নির্দেশও দেওয়া হয়েছে। এই মর্মে ডিমার্চ জারি করা হয়েছে পাকিস্তান হাইকমিশনকে।
পাক হাই কমিশন থেকে সরিয়ে (India) দেওয়া হল পাকিস্তানি কর্মীকে
বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ভারতে (India) নিজের আধিকারিক ভূমিকার বাইরে গিয়ে কিছু কাজ করার জন্য তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখযোগ্য ভাবে ১১ মে পঞ্জাব পুলিশ জানিয়েছিল, নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত একজন পাকিস্তানি কর্মকর্তার সঙ্গে সম্পর্কিত কিছু গুপ্তচরবৃত্তির কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
সেনার গোপন তথ্য ফাঁসের চক্র সামনে: পুলিশ সূত্রে খবর, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভারতীয় (India) সেনাবাহিনীর গতিবিধি সম্পর্কিত গোপন তথ্য পাকিস্তান হ্যান্ডলারের কাছে পাচার করার অভিযোগে গ্রেফতার করা হয় একজনকে। তাকে জিজ্ঞাসাবাদের সময় উঠে আসা তথ্যের ভিত্তিতে দ্বিতীয় জনকে শণাক্ত করে হেফাজতে নেয় পঞ্জাব পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছিল, গোপন তথ্যের বিনিময়ে অনলাইন লেনদেনে টাকা নেওয়া হত। পাক হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি অন্যান্য স্থানীয় কর্মীদের কাছে টাকা পাঠানোর সঙ্গেও তারা জড়িত ছিল বলে খবর।
আরো পড়ুন : ‘দাদাগিরি’ বন্ধ হবে আমেরিকার, ট্রাম্পকে উচিত জবাব দিতে পালটা শুল্কাঘাত ভারতের
আগেও সরানো হয় আধিকারিকদের: উল্লেখ্য, এর আগে পহেলগাঁও হামলার পর বড় পদক্ষেপ নেওয়া হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে। পাকিস্তান এবং ভারত (India) দুই দেশের হাই কমিশন থেকে সরিয়ে নেওয়া হয়েছিল সামরিক পরামর্শদাতাদের।
আরো পড়ুন : সোপিয়ানে জঙ্গি-নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই, নিকেশ পহেলগাঁও হামলায় জড়িত TRF প্রধান
নয়াদিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সামরিক, নৌ এবং বিমান উপদেষ্টাদের সরিয়ে দেওয়া হয়েছিল। Persona Non Grata ঘোষণা করে এক সপ্তাহের মধ্যে তাদের ভারত ছাড়তে বলা হয়েছিল। পাশাপাশি ইসলামাবাদেও ভারতীয় হাই কমিশনে সামরিক, নৌ এবং বিমান উপদেষ্টাদের প্রত্যাহার করে নেওয়া হয়।