বাংলা হান্ট নিউজ ডেস্ক: ক্রিকেটারদের বান্ধবী থাকা এবং সেই বান্ধবীর সঙ্গে ক্রিকেটারের সম্পর্ক নিয়ে চর্চা হওয়া নতুন কোনো ব্যাপার নয়। বেশিরভাগ ক্ষেত্রেই যখন সেই ক্রিকেটার আর তার বান্ধবীর সম্পর্ক পরিণতি পায় তখন তা বিরাট বড় খবর হয়ে থাকে। বিরাট কোহলি, যশপ্রীত বুমরা, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক দাদি অনেক ক্রিকেটারের ক্ষেত্রেই এমনটা দেখা গেছে। তো কি হয় যদি একজন ক্রিকেটার নিজের জীবনসঙ্গী হিসেবে নিজের বোনকেই বেছে নেন।
হ্যাঁ এমনটাই করেছিলেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন তারকা ওপেনার সইদ আনোয়ার। পাকিস্তানের জার্সি গায়ে ছাপানো শ্রেষ্ঠ ব্যাটসম্যানদের মধ্যে একজন তিনি। ১৯৯৬ সালে নিজের খুড়তুতো বোন লুবনা আনোয়ারের সাথে তিনি নিকাহ করেন। তাদের একটি কন্যা সন্তানও আছে যার নাম বিসমাহ আনোয়ার।
নিজের পরিচিত স্ত্রী এবং কন্যাকে নিয়ে সুখের সংসার কাটাবেন বলে ভেবেছিলেন ওপেনার। কিন্তু তার নিকাহ পরবর্তী জীবন সুখের হয়েছে তা বলা যায় না। সব সময় অসুস্থ থাকতেন তার কন্যা বিসমাহ। শেষ পর্যন্ত ২০০১ সালে মারা গিয়ে দীর্ঘ রোগভোগের কবল থেকে মুক্তি পেয়ে যান তিনি। এই ঘটনায় পাক তারকা একেবারেই ভেঙে পড়েছিলেন।
এরপর ক্রিকেট ছেড়ে ধর্ম-কর্মের প্রতি মনোযোগী হন সইদ আনোয়ার। ক্রিকেট থেকে সরে এসে তিনি তাবলীগী জামাতে যোগদান করেন। তবে পুরোপুরি ক্রিকেট থেকে দূরে থাকতে পারেননি তিনি। ২০০৩ সালে পাকিস্তানের হয়ে প্রত্যাবর্তন করে একটি বিশ্বকাপও খেলেছিলেন কিন্তু তারপর আর বেশি দিন না খেলে দ্রুত অবসরের পথ বেছে নিয়েছিলেন তিনি। পাকিস্তানের হয়ে প্রায় আড়াইশোটি ওডিআই ম্যাচ খেলে তিনি চল্লিশের কাছাকাছি গড়ে সাড়ে আট হাজারের ওপর রান করেছেন।