বাংলাহান্ট ডেস্ক: দশম শ্রেণীর ছাত্র হাফিজ হুনেইন বিলাল। অফিস যে স্কুলে পড়ে সেই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তাল হয়ে রয়েছে গোটা পাকিস্তান।
হাফিজের বন্ধুরা বলছে, ওই শিক্ষক হাফিজের মাথায় মারে। হাফিজ যতক্ষণ পর্যন্ত না মাটিতে লুটিয়ে পড়েছিল ততক্ষণ পর্যন্ত ওই শিক্ষক হাফিজকে অনবরত প্রহার করে যাচ্ছিল।
হাফিজের মৃত্যুর খবর পেয়ে স্কুলে পৌঁছায় তার বন্ধুরা। তাদের হাতে ছিল বেশ কয়েকটি পেট্রোলের বোতল। হাফিজের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে তার বন্ধুরা। হাফিজের বন্ধুরা ওই পেট্রোলের পুতুল করে দিয়ে স্কুলের দুটি বিল্ডিং এ আগুন লাগিয়ে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। বহু চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। পুলিশ ঘটনাস্থল থেকে অগ্নিকান্ডের সাথে জড়িত কয়েকজন ছাত্রকে গ্রেফতার করে।
মৃত ছাত্রের পরিবার থেকে এই ঘটনা প্রকাশ করলে ক্ষোভে ফেটে পড়ে পাকিস্তান। ক্ষোভে ফেটে পড়ছেন পাকিস্তানের স্থানীয় বাসিন্দারা। পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে। তবে শিক্ষকের ভূমিকা নিয়ে ক্ষোভে ফেটে পড়ছেন পাকিস্তানবাসী।