পাকিস্তানে খুন কাশ্মীরি জঙ্গি, এক বছরে তিন সন্ত্রাসীর হত্যার পিছনে কে?

বাংলা হান্ট ডেস্ক : আবারও এক পাকিস্তানি সন্ত্রাসবাদীকে (Pakistani Terrorist) হত্যা করল অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা। এবার পাকিস্তানের করাচিতে গুলিস্তান-ই- জোহর(Gulistan-e-Jauhar) ব্লক ৭ এলাকায় নিজের বাড়ির সামনে অজ্ঞাত ব্যক্তিদের হাতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল পাকিস্তান সন্ত্রাসী সংগঠন আলবদরের (Al-Badr) প্রাক্তন কমান্ডার সৈয়দ খালিদ রাজার (Syed Khalid Raza)। গত রবিবার সকালে খালিদ রাজা যখন নিজের গাড়িতে ওঠার জন্য যখন পায়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময়ই দুই সশস্ত্র দুষ্কৃতি তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি রাজার মাথা ফুঁড়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় তার।

সন্ত্রাসবাদী সংগঠন আলবদরের উৎপত্তি ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন পূর্ব পাকিস্তানের দখলের সময়। সেই সময় বাংলাদেশে নির্বিচারে ধর্ষণ, গনহত্যা চালায় আলবদরের সন্ত্রাসবাদীরা। পরবর্তী কালে ১৯৯৮ সালে পাকিস্তানের আইএসআই-র সঙ্গে আগে সন্ত্রাসী সংগঠনটি হিজবুল মুজাহিদিনের অধীনে ছিল। জম্মু ও কাশ্মীরকে ভারত থেকে ‘মুক্ত’ ১৯৯৮ সাল থেকে ভারতে নাশকতা চালাতে শুরু করে ওই সন্ত্রাসবাদী সংগঠন। সৈয়দ খালিদ রাজা আট বছর আলবদরের কমান্ডার ছিল বলে জানা যাচ্ছে।

   

বিশেষ সূত্রে খবর, আলবদরের সদর দফতর পাকিস্তানের মানসেরায়, পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ (NWPF) এবং পাকিস্তান-অধিকৃত জম্মু কাশ্মীরের কোটলি ও মুজাফফরাবাদে তাদের বিশেষ প্রশিক্ষণ শিবিরও রয়েছে।
আলবদরের লক্ষ্য কঠোর ইসলামিক জীবনধারা প্রয়োগ করা। মহিলাদের চাকরি ছেড়ে দেওয়ার, বোরখা পরা, ১৪ বছর বয়সের পরে পড়াশোনা ছেড়ে দেওয়ার।

terrorists 5fcab476 cfc2 11e9 831a a34a52409c0f 1626033552287

শুধু তাই নয়, আলবদর ২০০৩ সালের আগস্ট মাসে পুরুষ সঙ্গী অথবা অভিভাবক ছাড়া মহিলাদের বাইরে বের না হওয়ার উপরও ফতোয়া জারি করে। ২০০২ সালের ডিসেম্বরে আলবদরের এরিয়া কমান্ডার জুবায়ের গুলের নেতৃত্বে তিনটি পৃথক ঘটনায় দুই কলেজ ছাত্র সহ তিন তরুণীকে হত্যা করা হয়। এই রকম এক ভয়ংকর কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠনের অন্যতম প্রধান সৈয়দ খালিদ রাজার মৃত্যু হল অজ্ঞাত পরিচিয় ব্যক্তিদের হাতে।

জানা যাচ্ছে, খালিদ রাজা করাচির প্রাইভেট স্কুল সিস্টেমের ডেপুটি ডিরেক্টর এবং ফেডারেশন অফ প্রাইভেট স্কুলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিল। প্রসঙ্গত, গত সপ্তাহে আর এক কুখ্যাত সন্ত্রাসবাদী তথা ভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী এবং সন্ত্রাসী সংগঠন হিজবুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সদস্য ইমতিয়াজ আলম ওরফে বশির আহমেদ পিয়ারকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে গুলি করে হত্যা করা হয়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর