পাকিস্তানি সেনাদের বেধড়ক মার দিল চাইনিজ সেনারা, উত্তেজনা বাড়ল করাচিতে

Bangla Hunt Desk: পাকিস্তান (Pakistan) সর্বদা চীনকে (China) তার বন্ধু দেশ বলে মনে করে। পাক সরকার ইমরান খান চীনা রাষ্ট্রপতি জিনপিংকে নিজের বন্ধু বলে মনে করলেও, চীনা রাষ্ট্রপতি সর্বদাই নিজের সুবিধা ছাড়া কিছুই বোঝেন না। নিজের স্বার্থের প্রয়োজনে সে বন্ধুর পিঠেও ছুড়ি মারতে পিছপা হয়না।

https://twitter.com/TheSamirAbbas/status/1292694073216827392

পাক সেনাদের উপর হামলা চাইনিজ সেনার
ভারত বিরোধী এই দুই দেশ নিজেদের মধ্যে বন্ধুত্বের জাহির করলেও, এদিকে ঘটে গেল অবাককর ঘটনা। পাকিস্তানের করাচিতে প্রবশ করে পাকিস্তানি সেনাদের বেধড়ক মারধর করে গেল চাইনিজ সেনারা। যতক্ষণ পর্যন্ত না তারা অজ্ঞান হয়ে পড়ল, ততক্ষণ অবধি চলল এই মারধর।

samir

পাক সেনার আধিকারিকের সঙ্গে যোগসাজশের অভিযোগ
পাকিস্তানী সেনাবাহিনীর বড় আধিকারিকের সামনে দাঁড়িয়েই চলল এই বর্বরতা। পাকিস্তানি সেনাদের মেরে হাত পা ভেঙ্গে অজ্ঞান করে দেওয়া হল। সবকিছু চোখের সামনে দেখেও নির্বাক রইলেন পাক সেনাবাহিনীর বড় আধিকারিক। পাকিস্তান সেনাবাহিনীর কমান্ডিং অফিসার লেঃ কর্নেল ইমরান কাসিমের চীনা সেনাকে সহযোগিতা করে পাক সেনাদের মারধরের অভিযোগ উঠেছে।

kasim 1

ভারতের অভিমত
এই ঘটনার ফলে ভারতের মন্তব্য, চীনা সেনারা স্যাপস প্রকল্পের জন্য পাকিস্তানের করাচিতে প্রবেশ করেছিল। সেইসময় পাকিস্তানের বাহাওয়ালপুরে শ্রমিকদের অবস্থান নিয়ে দুপক্ষের মধ্যে তীবর বিরোধের জেরেই মারপিট শুরু হয়। যার ফলে পাকিস্তানি সেনাদের না অজ্ঞান করা পর্যন্ত তারা মারতেই থাকে।

Smita Hari

সম্পর্কিত খবর