বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানে (pakistan) ধীরে ধীরে সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। এই বিষয়ের জল UN পর্যন্ত গড়ালেও, পাক সরকার ইমরান খান (imran khan) এবং পাকিস্তানী সেনাদের এই বিষয়ে কোন হেলদোল নেই। কিন্তু পাকিস্তানের এক বালুচি মহিলা, পাক সরকার ইমারন খানকে প্রকাশ্যে যা নয় তাই বলে অপমান করেছেন। ইমরান সরকারের বিরুদ্ধে উগরে দিয়েছেন, নিজের সমস্ত ক্ষোভ।
নিলিয়া কাদ্রি বালোচ (Naela Quadri Baloch) নামে এক মহিলা নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে ইমরান সরকারের পোল খুলে দিলেন। ভিডিওতে ওই মহিলা সকলের সামনে চিৎকার করে বলেন, কীভাবে পাকিস্তানী সেনা সেখানকার সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে। স্যোশাল মিডিয়ায় পোস্ট হতেই এই ভিডিও ভাইরাল হয়ে যায়।
#ھانی_بلوچ اور #سندھ سبا کے دیگر ساتھیوں کا #سرائیکی_ساڈی_شان استقبال لانگ مارچ رنگ لائے گی#ReleaseAllMissingPersons@HaniGulBaloch pic.twitter.com/XyjmN4TizS
— Naela Quadri Baloch (@NaelaQuadri) December 21, 2020
ভিডিওতে মহিলা বলেন, ‘এই কোর্ট কি করতে তৈরি করা হয়েছে? এইভাবে প্রতি বছর লোকজনকে তুলে নিয়ে যাওয়া, উধাও করে দেওয়া এগুলো কেমন কাজ? মহম্মদ নসিমের কথাই যদি বলি, তাহলে সে একজন LLB-এর ছাত্র হয়ে সে কি করে নিজেই আইন ভঙ্গ করে? যদি ও সত্যই অপরাধী হয়, তাহলে সকলের সামনে ওকে আনুন। আমি পিটিশন জমা দিয়েছি। সব জায়গায় গেছি। আমার সব প্রশ্নের উত্তর চাই। এমনকি আমাকেও তুলে নিয়ে যাওয়া হয়েছিল। ৩ মাস পর ছেড়েছে। কিন্তু মহম্মদ নসিম এখনও ফিরে আসেনি’।
এরপর ওই মহিলা আরও বলেন, ‘মহম্মদ নসিমকে কে তুলে নিয়ে গেছে, তা আমি জানি না। তবে আমি বলব ওকে ওই বন্দুক ধারিরাই তুলে নিয়ে গেছে। যারা আমাদের সিন্ধিয়া এবং বালুচকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। কিন্তু আমরা এই অত্যাচারের প্রতিবাদে সরব হয়েছি। আমরা সকলের সাহয্য চাইছি। আমরা এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াব’।