বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তানে (Pakistan) শনিবার এক মহিলা সাংবাদিককে গুলি করা হত্যা করা হয়েছে শাহিনা শাহিন বালোচ (shahina Shaheen Baloch) নামের এই সাংবাদিক সরকারি টিভি চ্যানেলে অ্যাঙ্কর এবং রিপোর্টার ছিলেন। কিছুদিন আগেই ওনাকে বালোচিস্তানের তুরবতে ট্র্যান্সফার করা হয়েছিল। মহিলা সাংবাদিকের হত্যায় অন্য আরেকজন সাংবাদিকের যুক্ত থাকার অভিযোগ উঠেছে।
শাহিন প্রথমে ইসলামাবাদে একটি বেসরকারি টিভি চ্যানেলের হয়ে কাজ করতেন। এরপর তিনি একটি সরকারি টিভি চ্যানেলে চাকরী পেয়েছিলেন। ইসলামাবাদ থেকে কয়েকমাস আগেই শাহিন এর ট্র্যান্সফার বালুচিস্তানে হয়েছিল। উনি একটি স্থানীয় ম্যাগাজিনেরও সম্পাদিকা ছিলেন। ২৭ বছরের শাহিরন কোয়েটা বিশ্ববিদ্যালয়ে PHD ও করছিলেন।
শাহিনের বাড়িতে ধুকেই তাঁর হত্যা করা হয়। পুলিশ জানায়, দুজন দুষ্কৃতী তাঁর বাড়িতে যায়, শাহিন দরজা খুললেই তাঁকে গুলি করে হত্যা করে। পুলিশ জানায়, পাঁচটি গুলি করা হয়েছিল শাহিনকে। এরপর একজন অজ্ঞাত ব্যাক্তি গাড়ি করে শাহিনকে হাসপাতালে নিয়ে যায়, আর তারপর সে সেখান থেকে চলে যায়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। শাহিনের পরিবার তাঁর স্বামীর বিরুদ্ধে এই হত্যায় যুক্ত থাকার অভিযোগ করেছে। জানিয়ে দিই, এর আগেও গত মাসে উরুজ ইসলাম নামের এক মহিলা সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছিল। সে খুব বিখ্যাত সাংবাদিক ছিল বলেই তাঁকে হত্যা করা হয়েছিল বলে জানা যায়।