বাংলাহান্ট ডেস্ক: ভারত সরকার কাশ্মীরিদের উপর অত্যাচার করছে। ভারতীয় সেনাবাহিনী নিরপরাধদের ক্ষতি করছে। ভারতের (India) বিরুদ্ধে এমন অনেক অভিযোগই করেছে পাকিস্তান (Pakistan)। রাষ্ট্রপুঞ্জ এবং অন্যান্য আন্তর্জাতিক মঞ্চে বরাবরই এমন অভিযোগ করে এসেছে পাকিস্তান সরকার। শুধু তাই নয়, পাকিস্তানি মিডিয়াও কাশ্মীর (Kashmir) নিয়ে ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ করে এসেছে। কিন্তু এ বার একটি ইউটিউব ভিডিও পাকিস্তানের সমস্ত মিথ্যাচার ফাঁস করে দিল।
পাকিস্তান সরকার যে এতদিন অবধি তাদের আমজনতাকে মিথ্যা খবর দিয়ে এসেছে তা স্পষ্ট হয়ে গেল। কাশ্মীরকে খুব কাছ থেকে দেখা দুই পাকিস্তানি ইউটিউবার শেয়ার করলেন তাঁদের অভিজ্ঞতার কথা। কাশ্মীরের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা দেখার পর তাঁরা জানতে পারলেন কী ভাবে পাক সরকার তাদের ভুল বোঝাচ্ছে। শেহবাজ সরকারের মিথ্যাচার ফাঁস করে দিয়েছেন তাঁরা একটি ভিডিওর মাধ্যমে।
https://twitter.com/Natsecjeff/status/1641032375768612864
কাশ্মীরে ভারতের বিরুদ্ধে বারবার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠিয়ে এসেছে পাকিস্তান। কিন্তু আসল সত্যি কী? এ বার জানা গেল পাকিস্তানেরই দুই ইউটিউবারের মাধ্যমে। ওই ইউটিউবাররা লাইন অফ কন্ট্রোলে এসেছিলেন। সেখান থেকে দাঁড়িয়ে ভারতের জম্মু ও কাশ্মীর দেখেছেন তাঁরা। তা দেখে খুবই আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। ভিডিওতে তাঁরা জানিয়েছেন, সামনে তাঁকিয়ে উন্নয়ন দেখেছেন তাঁরা। এমনকী সেখানে ৪জি ও ৫জি মোবাইল টাওয়ারও দেখেছেন।
সুন্দর গাড়ি ও বাড়ি দেখতে পেয়েছেন তাঁরা। মসজিদ থেকে আজানের শব্দ শোনা যাচ্ছিল। মানুষকেও নমাজের জন্য মসজিদে যেতে দেখেছেন তাঁরা। এমনকী শিশুরাও বাড়ির বাইরে খেলাধূলো করছিল। ইউটিউবারদের মতে, এই দৃশ্য দেখেই তাঁরা বুঝেছিলেন যে পাক মিডিয়া এতদিন ধরে মিথ্যে কথা বলে এসেছে। পাক মিডিয়া বলে থাকে যে কাশ্মীরে নাকি সব সময়েই গুলি চলছে। ওই ইউটিউবারের প্রশ্ন, যদি সত্যিই এমন হত তাহলে সেখানে সাধারণ মানুষ কী ভাবে নিশ্চিন্তে ঘোরাঘুরি করছিলেন বাড়ির বাইরে?
ওই ইউটিউবাররা কাশ্মীরের মসজিদ থেকে স্কুল এবং বিশ্ববিদ্যালয় সবই দেখেছেন। নিয়ন্ত্রণরেখার উল্টোদিকে ভারতের একটি বড় পতাকা উড়ছিল। বর্তমানে তীব্র অর্থনৈতিক সঙ্কট চলছে পাকিস্তানে। যার জন্য জিনিসপত্রের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছে। ইউটিউবার জানিয়েছেন, পাকিস্তানের কাশ্মীরে ইউনিট প্রতি ৩৫ টাকায় বিদ্যুৎ পাওয়া যায়। অন্যদিকে, ভারতের কাশ্মীরে প্রতি ইউনিটে বিদ্যুতের দাম মাত্র ১.৫৯ টাকা। অর্থাৎ পাকিস্তানের তুলনায় খুবই সস্তায় বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। তাঁদের মতে, পাক সরকারের সমস্ত দাবি তাহলে মিথ্যে।