মুখ পুড়ল পাকিস্তানের, করোনার জেরে বিদেশে আটকে থাকা নাগরিকদের আনা হবে না ফিরিয়ে

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) সবসময় নিজেদের ভারতের (India) সমান বলে মনে করতে থাকে। কিন্তু তাঁদের এই চিন্তা অনেক দূরের বিষয়। মারণরোগ করোনা (COVID-19) সমগ্র বিশ্বে তাঁর প্রভাব বিস্তার করে নিয়েছে, যার মধ্যে পাকিস্তানও ব্যতিক্রম নয়। কিন্তু পাক সরকার ইমরান খানের উপর এখন করোনা মোকাবিলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।

imran khan 222

করোনা পরিস্থিতিতে বিদেশে আটকে থাকা সব দেশের নাগরিক এখন তাঁদের দেশে ফিরতে চাইছে। এই পরিস্থিতিতে সমগ্র বিশ্বে আটকে থাকা প্রায় দেড় লক্ষ পাকিস্তানি এখন তাঁদের দেশে ফিরতে চাইছে। কিন্তু এই ভয়াবহ পরিস্থিতিতে ইমরান খান তাঁদের দেশে ফিরিয়ে আনতে চাইছে না। তাঁর কথায় এটা স্পষ্ট যে তিনি এই মুহুর্তে বাইরের দেশ থেকে নিজেদের দেশে এখন কোন মানুষকে তিনি ফিরিয়ে আনতে চাইছেন না। পাকিস্তান এখন গভীর সংকটের মধ্যে রয়েছে।

পাকিস্তানে এখনও অবধি ৫০০ এরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এবং প্রাণও হারিয়েছেন বহু মানুষ। বিদেশ থেকে পাকিস্তানিদের দেশে ফেরার প্রসঙ্গে ইমরান খান বলেন, ‘এই মুহুর্তে বিদেশ থেকে আমি কোন পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে আনতে চাইছি না। সরকারের কাছে তাঁদের জন্য বর্তমানে সেরকম কোন সুবিধা নেই। বিদেশ থেকে আগত ব্যক্তিদের এখানে রাখার কোন সুস্থ ব্যবস্থা নেই। আমার কিছু সময়ের প্রয়োজন। আগামী ২-৩ সপ্তাহ সময় দিলে, আমি কিছুটা ব্যবস্থা করতে পারব’।

সমগ্র বিশ্ব যখন করোনা পরিস্থিতি মোকাবিলা করতে তৎপর হয়ে উঠেছে, ঠিক সেই সময়ে ইমরান খান আরও বেশি সময় চাইছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। এই পরিস্থিতিতে ভারত যখন তাঁর নাগরিকদের ভারতে ফিরিয়ে আনছে, তখন পাকিস্তান তাঁর নাগরিকদের বিদেশে রেখে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। বিশ্ব ব্যাংকের থেকে টাকা চাইলেও, নাগরিকদের ফিরিয়ে আনতে নারাজ ইমরান খান।


Smita Hari

সম্পর্কিত খবর