“আমাদের সেনাবাহিনী প্রস্তুত”, এবার ভারতের বিরুদ্ধে তোপ দেগে সরাসরি হুমকি পাক উপপ্রধানমন্ত্রীর

Published On:

বাংলা হান্ট ডেস্ক: ভারত (India) ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার আবহেই এবার প্রতিবেশী দেশের নেতারা ক্রমাগত হুমকি দিচ্ছেন। যার পরিপ্রেক্ষিতে ভারত কূটনৈতিকভাবে পাল্টা আঘাত হানছে। ইতিমধ্যেই সীমান্তের ওপার থেকে আরও একটি উস্কানিমূলক বক্তব্য এসেছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার গত ১১ দিন ধরে সীমান্ত পেরিয়ে উস্কানিমূলক গুলিবর্ষণের জন্য এবার ভারতকে দায়ী করেছেন। দার বলেন, ভারতের পক্ষ থেকে কোনও তথ্য ছাড়াই ভিত্তিহীন এবং উস্কানিমূলক অভিযোগ করা হচ্ছে।

ভারতকে (India) হুমকি দিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার:

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার জানান যে, পহেলগাঁও-তে যা ঘটেছে তা ভারতের (India) নিজস্ব বিষয়গুলি থেকে মনোযোগ সরানোর জন্য একটি “ন্যারো পলিটিক্যাল ন্যারেটিভ”-এর জন্য করা হয়েছিল। কারণ সেখানে নির্বাচন আসন্ন। অন্যদিকে, দার ভারতকে দোষারোপ করে বলেন, “ন্যারো পলিটিকাল গেম খেলার জন্য শান্তিকে ঝুঁকির মুখে ফেলা যাবে না। পাকিস্তান ওই অঞ্চলে শান্তির জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে।” এছাড়াও, ইশাক দার ভারতকে গোপন হুমকি দিয়ে বলেন, “গত কয়েকদিনে আমি একাধিক রাষ্ট্রপ্রধানের সাথে কথা বলেছি এবং পাকিস্তান প্রায় ৪৫ জন রাষ্ট্রদূতের সাথে কথা বলেছে।”

Pakistan's Deputy Prime Minister threatens India.
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন: জানিয়ে রাখি যে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, “আমরা ধারাবাহিকভাবে বলে আসছি যে আমরা আমাদের ভূমিকে কোনও বিদেশী সন্ত্রাসবাদী ঘটনার জন্য ব্যবহার করতে দেব না। এই ঘটনা দুর্ভাগ্যজনক। আমাদের বিশেষজ্ঞরা বলেছেন যে এটি বানানো ঘটনা হতে পারে। কারণ চুক্তি পরিবর্তনের জন্য অনেক কিছু এবং ইস্যুর প্রয়োজন, যা তৈরি করা হচ্ছে। আমরা চুক্তিকে সম্মান করি এবং স্পষ্ট করে বলি যে সম্প্রতি যা ঘটেছে তাতে আমরা খুব ধৈর্য ধরেছি এবং এর আগে আমরা কোনও উস্কানিমূলক পদক্ষেপ গ্রহণ করিনি। আমাদের কাছ থেকে আর আপনি কী আশা করতে পারেন?”

আরও পড়ুন: “এটা করো না…”, সেঞ্চুরির পর টানা ২ ইনিংসে ব্যর্থ হওয়া বৈভব সূর্যবংশীকে বড় পরামর্শ দিলেন সৌরভ

তিনি আরও বলেন, “নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমাদের একটি বৈঠক হয়েছে এবং আমরা স্পষ্ট করে দিয়েছি যে প্রথম পদক্ষেপ আমরা নেব না। তবে আমরা রাশিয়ার প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে দিয়েছি যে ভারত (India) যদি কোনও পদক্ষেপ নেয় তবে পাকিস্তান স্পষ্টতই আত্মরক্ষার জন্য যেকোনও পদক্ষেপ নিতে পারে।” তিনি আরও জানান, “আমরা বিশ্বের সকল দেশের কাছে এটি স্পষ্ট করে দিচ্ছি। আমাদের সেনাবাহিনী যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত।”

আরও পড়ুন: একী কাণ্ড! কোটি কোটি গ্রাহকদের ঝটকা দিল PNB, নেওয়া হল বড় সিদ্ধান্ত

বড় দাবি করেছেন ইশাক দার: এদিকে, ইশাক দার দাবি করেছেন, “গত ২৯ এবং ৩০ এপ্রিল রাতে ভারতীয় (India) বিমান বাহিনীর অভিযানের বিষয়ে আমাদের কাছে জোরালো রিপোর্ট রয়েছে এবং আমাদের বিমান বাহিনী তাদের তা সম্পন্ন করতে দেয়নি ও তাদের ফেরত পাঠিয়েছে। ভারতের উচিত জীবনের জন্য প্রয়োজনীয় মৌলিক বিষয়গুলি নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া।”

দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও:

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X