“পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভারতের চেয়ে ভালো”, দাবি পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

বাংলা হান্ট ডেস্ক: নিজের দেশ তীব্র আর্থিক সংকটের মুখোমুখি হলেও পাকিস্তান ভারতের তুলনায় ভালো অর্থনৈতিক অবস্থানে রয়েছে বলে দাবি করলেন সেদেশের প্রধানমন্ত্রী ইমরান খান। গত মঙ্গলবার, ইসলামাবাদে ইন্টারন্যাশনাল চেম্বার্স সামিট ২০২২-এর উদ্বোধনী অধিবেশনের বক্তৃতাকালে তিনি বলেন যে, পাকিস্তান এই অঞ্চলের অনেক দেশের, বিশেষ করে ভারতের তুলনায় ভালো অর্থনৈতিক অবস্থায় রয়েছে।

এই প্রসঙ্গে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, রাওয়ালপিন্ডি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (RCCI) আয়োজিত শীর্ষ সম্মেলনে ইমরান বলেন, “পাকিস্তান এখনও বিশ্বের অনেক দেশের তুলনায় সস্তা দেশগুলির মধ্যে একটি। বিরোধীরা আমাদের অযোগ্য বলে, কিন্তু সত্যিটা হল আমাদের সরকার জাতিকে সব সংকট থেকে রক্ষা করেছে।”

তিনি আরও জানিয়েছেন যে, “অন্যান্য জিনিসের মধ্যে, পাকিস্তানে তেলের দাম বাকি দেশের তুলনায় সস্তা।” উল্লেখ্য যে, সরকার সংসদে একটি অর্থ বিল উত্থাপন করার প্রসঙ্গে তিনি এই দাবি জানান। ২০১৯ সালের জুলাই মাস থেকে বিলটি নিয়ে আলোচনা চলছে। বিলটি অনুমতি পেলে প্রায় ১ বিলিয়ন ডলারের একটি বিরাট সুবিধা পাবে পাকিস্তান। সমগ্র ব্যবস্থাটি থাকবে স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের (SBP)-এর অধীনে।

এদিকে, গত মঙ্গলবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিলটি নিয়ে বিতর্ক তৈরি হয়। এই প্রসঙ্গে পাকিস্তানের মুসলিম লীগ (এন) নেতা এবং জাতীয় পরিষদের বিরোধী দলের নেতা শাহবাজ শরীফ অভিযোগ করেন যে, “সরকার পাকিস্তানকে মাত্র ১ বিলিয়ন ডলারের জন্য ঝুঁকিতে ফেলছে।” পাশাপাশি, পারমাণবিক শক্তিধর হওয়ার পাশাপাশি কিভাবে একটি দেশ অর্থ ভিক্ষার জন্য পাত্র হাতে নিতে পারে তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

imran khan 1635422920

এছাড়াও, তিনি এই বিতর্কিত বিল সরকারকে তুলে নেওয়ার জন্যও পরামর্শ দেন। তিনি জানান, “আমাদের রাজনৈতিক মতানৈক্য থাকতেই পারে, অন্য বিল আনুন আমরা তা সমর্থন করবো। কিন্তু, এটা না।” পাশাপাশি, এই বিলের বিরুদ্ধে তীব্র আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তানের ইমরান খান সরকার ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি এবং দেশের বাণিজ্য ঘাটতি বৃদ্ধির মধ্যে একটি আর্থিক সংকটের মুখোমুখি হয়েছে যার ফলে বিরোধীরা প্রধানমন্ত্রীর পদত্যাগের আহ্বান জানিয়েছে। এমতাবস্থায়, ভারতের চেয়ে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা ভালো বলে দাবি করলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর