বাংলাহান্ট ডেস্ক: প্রত্যেক বছরের শেষেই বিশ্বের অন্যতম সেরা সার্চ ইঞ্জিন গুগলের তরফে একটি তালিকা প্রকাশ করা হয়। সেখানে সারা বছর কোন বিষয়ের ওপর সবথেকে বেশি খোঁজ চলেছে তার খবর জানা যায়। এর মধ্যে রয়েছে ব্যক্তি, জায়গা, ছবি, গান সবকিছুই। মোদ্দা কথা সারা বছর আপনি সবথেকে বেশিবার যে ব্যক্তি, স্থান বা ছবির খোঁজ চালাবেন তাই প্রকাশ্যে আসবে গুগল প্রকাশিত এই সমীক্ষায়। শুধু ভারত নয়, সারা বিশ্বের বিভিন্ন দেশেই বছর শেষে এই সমীক্ষা চালায় গুগল। বাদ নেই প্রতিবেশী দেশ পাকিস্তানও।
বরাবরের মতো এবারও পাকিস্তানে বছরের মোস্ট সার্চড-এর তালিকা প্রকাশ করেছে গুগল। আর তাতেই চোখ কপালে উঠেছে সকলের। পাকিস্তানের গুগলে মোস্ট সার্চড তালিকাতে প্রথম দশের মধ্যে রয়েছেন তিনজন ভারতীয়। তাঁরা হলেন ভারতীয় বায়ু সেনাবাহিনীর উইং কমান্ডার অভিনন্দন বর্তমান, গায়ক আদনান সামি ও বলিউড অভিনেত্রী সারা আলি খান। এবার অভিনন্দন বর্তমান ও আদনান সামির সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে। কিন্তু সারার নাম হঠাৎ করে কীভাবে উঠে এল সেটাই ভেবে পাচ্ছেন না নেটিজেনরা।
প্রসঙ্গত, চলতি ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান পাকিস্তান বায়ু সেনার একটি F-16 বিমানকে গুলি করে ধ্বংস করার পর পাকিস্তানি সেনাদের হাতে বন্দি হন। কিন্তু অদম্য সাহস ও মনোবল দেখিয়ে নিজের ও দেশের মাথা নত হতে দেননি তিনি। পরে পাকিস্তান বাধ্য হয় তাঁকে ফের ভারতে পাঠাতে। এরপরেই তাঁর নাম ছড়িয়ে পড়ে সব জায়গায়। ভারতের সত্যিকার ‘হিরো’ বলে সম্বোধন করা হতে থাকে অভিনন্দন বর্তমানকে।
অপরদিকে গায়ক আদনান সামি জন্মসূত্রে পাকিস্তানি হলেও বহুদিন ধরে তিনি ভারতের বাসিন্দা। এমনকি দু বছর আগে ভারতের নাগরিকত্বও পেয়ে গিয়েছেন তিনি। এই বছরেই সোশ্যাল মিডিয়ায় ভারতকে নিজের দেশ বলে উল্লেখ করায় পাকিস্তানিদের রোষের মুখে পড়তে হয় তাঁকে। তাই অভিনন্দন বর্তমান ও আদনান সামির নাম পাকিস্তানে মোস্ট সার্চড তালিকায় আসলেও সারা আলি খান কীকরে সেখানে স্থান পেলেন সে বিষয়ে এখনও ধন্দেই রয়েছে নেটজনতা। উল্লেখ্য পাকিস্তানের মোস্ট সার্চড এর তালিকায় ছয় নম্বরে রয়েছে সারার নাম। অভিনন্দন বর্তমান রয়েছেন নবম স্থানে। এছাড়াও শাহিদ কাপুর অভিনীত ছবি ‘কবীর সিং’ ও রয়েছে তালিকার পঞ্চম স্থানে। শীর্ষে রয়েছে অ্যাভেঞ্জারস এন্ড গেম ও তারপরেই দ্বিতীয় স্থান অধিকার করেছে বিগ বস ১৩।