অলৌকিক শক্তিতে বিশ্বাসী, আমরা সেমিফাইনাল খেলবোই! ভারতের মাটিতে হুঙ্কার পাকিস্তান তারকার

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) পাকিস্তান ক্রিকেট দলের (Pakistan Cricket Team) যাত্রাটা শুরু হয়েছিল দুর্দান্তভাবে। হায়দ্রাবাদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে কিছুটা সমস্যার সম্মুখীন হলেও বেশ সহজেই জয় পেয়েছিলেন শাদাব খানরা (Shadab Khan)। এরপর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ইতিহাস সৃষ্টি করে জয় পেয়েছিল পাকিস্তান। কিন্তু হায়দ্রাবাদ ছেড়ে আহমেদাবাদের ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ থেকে শুরু উল্টো পথে হাঁটা।

ভারতের কাছে লজ্জাজনক ভাবে হার মানতে বাধ্য হয়েছিল বাবর আজমরা। কিন্তু সেখানেই তাদের দুর্গতির শেষ হয়নি। এরপর অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্রীভাবে হেরে হারের হ্যাটট্রিক করে পাকিস্তান। বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছানোর রাস্তাটা তাদের জন্য ক্রমশই দুর্গম হয়ে উঠছে।

অনেকেই আর পাকিস্তানের ওপর আশা রাখতে পারছে না। দলে একাধিক সমস্যা রয়েছে। তার মধ্যে তাদের পরবর্তী ম্যাচ দক্ষিণ আফ্রিকার মতন দুর্দান্ত ছন্দে থাকা দলের বিরুদ্ধে। পাকিস্তান সমর্থকরা এখন ভাগ্যের ভরসায় রয়েছেন। সমর্থকদের পক্ষে সেটাই স্বাভাবিক। কিন্তু সেই হাইভোল্টেজ ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেটের মধ্যেও এমনই ভাগ্যের উপর নির্ভরতার বক্তব্য শোনা যাচ্ছে।

pakistan 1

আরও পড়ুন: প্রবল বিপদে রোহিত শর্মা! এখনই সতর্ক না হলে এই বিশ্বকাপেই হয়ে যাবে বড় ক্ষতি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ এর আগে একটি সাক্ষাৎকারে এসে শাদাব খান সাংবাদিকদের সামনে বলে গেলেন যে তারা অলৌকিক শক্তি বা অঘটনের ওপর প্রবলভাবে বিশ্বাসী। দল সেই শক্তির উপর বিশ্বাস করেই এখনো আশা করছে যে তারা সেমিফাইনালে অবধি পৌঁছতে পারবে।

আরও পড়ুন: হার্দিক পান্ডিয়াকে নিয়ে কাঁদিয়ে দেওয়ার মতো আপডেট পেলো BCCI! মাথায় হাত রোহিতের

তবে তেমনটা সত্যি করতে হলে প্রবল ভালো পারফরম্যান্স করতে হবে পাকিস্তানকে। সেই সঙ্গে তাদের আশা করতে হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া যেন নিজেদের পরবর্তী ম্যাচগুলিতে যত বেশি সম্ভব পয়েন্ট নষ্ট করে। এই দুটি বিষয়ে একসঙ্গে হলে তবেই সেমিফাইনালের দরজা খুলতে পারে বাবর আজমদের জন্য।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর