আবারও ভারতের বিরুদ্ধে চরমপন্থা মনোভাব দেখাচ্ছে পাকিস্তান, নতুন করে বিদ্রোহ ঘোষণা

বাংলা হান্ট ডেস্ক : কাশ্মীর ইস্যুর পর থেকেই পাকিস্তান একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং ভারতকে প্রতি পদে পদে বিপদে ফেলতে মরিয়া ইসলামাবাদ৷ এক দিকে আন্তর্জাতিক মহলে ভারতের নিয়ে মিথ্যা অভিযোগ আবার অন্য দিকে সংবাদ মাধ্যমগুলিতে ভুয়ো খবর ছড়ানোর কাজ চালাচ্ছে পাকিস্তান৷ যদিও কোনওটাতেই সফল হয়নি ইসলামাবাদ এমনকি আন্তর্জাতিক মহলে বার বার কাশ্মীর ইস্যুর ভারতের বিরোধিতা করে মুখ থুবড়ে পড়েছে ইমরান খান সরকার, কিন্তু তাতেও দমে যাওয়ার পাত্র নয় পাকিস্তান৷ তাই আবারও কার্যত আদাজল খেয়ে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ব্যর্থতার পর ভারতের বিরুদ্ধে সংঘাত আরও বাড়াল পাকিস্তান৷

এত দিন অবধি কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে বাণিজ্যিক সম্পর্ক ছেদ করতে চেয়েছে পাকিস্তান পাশাপাশি পাকিস্তানের আকাশপথ ভারতের ব্যবহারের জন্য নিষিদ্ধতা ঘোষণা করা হয়েছে কিন্তু এ বার ডাক মাধ্যমে ভারতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করল পাকিস্তান৷ ভারতের সঙ্গে ডাক যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার সিদ্ধান্ত লাগু করেছে ইসলামাবাদ সরকার৷ তাই এখন থেকেই কোনও ভাবেই ভারত থেকে ডাক পাঠানো যাবে না এবং পাকিস্তান থেকেও ডাক ভারতে আসবে না৷ গত সপ্তাহে বিষয়টি নজরে এসেছে নয়া দিল্লির৷pakistan stops postal mails in 0

ভারতীয় ডাক বিভাগের ডেপুটি ডিরেক্টর জানিয়েছেন আগস্ট মাস থেকেই নাকি ডাক যোগাযোগ ভারতের সঙ্গে পাকিস্তান সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে৷ তাই এখন থেকে সৌদি আরবের এয়ারলাইন্সের মাধ্যমে ভারতের চিঠি ও পত্র পত্রিকা আনা সম্ভব হবে না৷ তবে পাকিস্তানের এই সিদ্ধান্তে চিন্তার ভাঁজ পড়েছে পঞ্জাবের বাসিন্দাদের৷ যেহেতু পাঞ্জাব প্রদেশের কিছুটা অংশ পাকিস্তানের আবার কিছুটা অংশ ভারতের ক্ষেত্রে তাদের যোগাযোগের মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ছিল ডাক বিভাগ কিন্তু এখন থেকেই পাকিস্তানের সিদ্ধান্তে যেহেতু ডাক যোগাযোগ পুরোপুরি ভাবে বন্ধ হয়ে গেল তাই পাকিস্তানের দুটি টুকরো মানুষ কী ভাবে যোগাযোগ করবেন? সেটিই এখন মূল আলোচনার কেন্দ্র বিন্দুতে৷

তবে শুধুমাত্র পাঞ্জাব প্রদেশের বাসিন্দাদের ক্ষতি হবে না দেশের সাহিত্য জগতে এমনকি বাণিজ্যিক দ্বিতীয় ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে৷ ভারতের বহু পত্র পত্রিকা এবং বইয়ের জন্য পাকিস্তানিরা অপেক্ষা করেন, আবার পাকিস্তানের পত্রপত্রিকার উপরেও ভারতীয় নাগরিকদের একটা আলাদা আগ্রহ আছে তাই যেহেতু ডাক যোগাযোগ বন্ধ হয়ে গেল তাই দুই দেশের বাণিজ্যিক দিকটিও ব্যাপক ক্ষতি হতে চলেছে বলে মত পর্যবেক্ষকদের৷

সম্পর্কিত খবর