সম্প্রতি মুক্তি পেল, করণ দেওল অর্থাৎ সানি দেওল এর ছেলের প্রথম ছবির গান “পল দিল কে পাস”

 

বাংলা হান্ট ডেস্ক :- মুক্তি পেল প্রথম ছবির গান, ছবির নাম হল “পল দিল কে পাস”। ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওলর পুত্র করণ দেওল। ছবিটির পরিচালনা করেছেন সানি দেওল নিজেই।

এছাড়াও এই সিনেমাতে পার্শ্ববর্তী চরিত্রে রয়েছেন সাহের বম্বার।

IMG 20190821 WA0034

গানটি প্রকাশ হওয়ার সাথে সাথেই সানি দেওল নিজে একটি টুইট করেন যেখানে গানের লিংকটি দেওয়া ছিল।

সম্পর্কিত খবর