বিজয়নের কন্যার বিরুদ্ধে তোলেন দুর্নীতির অভিযোগ! মামলার শুনানির দিনেই রহস্য মৃত্যু সমাজকর্মীর

বাংলা হান্ট ডেস্ক: সমাজকর্মী গিরিশ বাবুর (Girish Babu) রহস্য মৃত্যু! সোমবার সকালে কোচির কালামাসেরিতে তাঁর বাড়ি থেকে উদ্ধার হল তাঁর মৃতদেহ। জানা যাচ্ছে, বাবু গত কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। সকালে তাঁর স্ত্রী ডাকতে গেলে দেখেন, বাবু মৃত অবস্থায় পড়ে রয়েছেন।

উল্লেখ্য, কেরলের (Kerala) রাজনীতিতে নানা বিতর্কের জন্ম দিয়েছেন গিরিশ বাবু। পালারিভাট্টম ফ্লাইওভার কেলেঙ্কারি (Palarivattom Flyover Scam) মামলার অভিযোগকারী ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের (Pinarayi Vijayan) কন্যা বীণা বিজয়নের বিরুদ্ধে আর্থিক লেনদেনের বিষয়েও বিতর্কের মধ্যে ছিলেন। একটি বেসরকারি সংস্থার থেকে ১ কোটি ৭২ লক্ষ টাকা অবৈধভাবে নেওয়ার অভিযোগ তাঁর বিরুদ্ধে। এই নিয়ে ঘটনায় মাভাট্টুপুজা ভিজিল্যান্স আদালতেরও দ্বারস্থ হয়েছিলেন এই বিষয়টির তদন্তের দাবিতে। পরে হাইকোর্টে দায়ের করেন মামলা।

উল্লেখ্য, সোমবারই পিটিশনের শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই এই সমাজকর্মীর মৃত্যু হল। যদিও কী কারণে বা কীভাবে গিরিশ বাবুর মৃত্যু হল তা এখনও জানা যায়নি। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

girish babu

উল্লেখ্য, পালারিভাট্টম ফ্লাইওভারের কাজ শুরু হয়েছিল ২০১৪ সালে, কেরালায় কংগ্রেসের (Congress) নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের আমলে। এরপর ২০১৬ সালের ১৬ অক্টোবর ৬৪০ মিটারের এই ফ্লাইওভার উদ্বোধন হয়, কিন্তু ঠিক তিন বছরের মাথায় ২০১৯ সালের মে মাসে ফ্লাইওভারের কাঠামোয় বড় ধরনের ত্রুটি ধরা পরার পর ফ্লাইওভারটি বন্ধ করে দেওয়া হয়। এরপর শুরু হয় তদন্ত। ঘটনায় তৎকালীন বেশ কয়েকজন নেতা, আমলা এবং ঠিকাদারদের গ্রেফতার করা হয়। এরপর ২০২১ সালের মার্চ মাসে ফের ফ্লাইওভারটি চালু করা হয়েছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর