বাংলাহান্ট ডেস্ক: এপ্রিল ফুলের দিনেই নির্মম রসিকতার শিকার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) বোন প্রাক্তন অভিনেত্রী পল্লবী চট্টোপাধ্যায় (Pallavi Chatterjee)। নিজের ব্যাঙ্ক থেকে তাঁকে জানানো হয়েছে, তিনি নাকি ‘মৃত’। শুধু তাই নয়, তাঁর অ্যাকাউন্ট থেকে ৯ লক্ষ টাকা রাতারাতি হাপিসও হয়ে গিয়েছে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব পল্লবী।
ঠিক কী ঘটেছে ঘটনাটা? শরৎ বোস রোডের একটি ব্যাঙ্কে একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড ছিল পল্লবীর। অনেকদিন ধরেই ওই অ্যাকাউন্টে টাকা জমান তিনি। সংবাদ মাধ্যমকে পল্লবী জানান, এদিন তিনি জানতে পারেন হঠাৎ করেই বন্ধ করে দেওয়া হয়েছে তাঁর অ্যাকাউন্টটি। ব্যাঙ্কে খোঁজ নিলে পল্লবীকে অবাক করে দিয়ে জানানো হয়, তাঁর অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা হঠাৎ করেই তুলে নেওয়া হয়েছে।
পল্লবী জানান, তাঁর ওই অ্যাকাউন্টে মোট ৯ লক্ষ ১৭ হাজার টাকা ছিল পুরো টাকাটাই হাপিস! এখানেই শেষ নয়। কীভাবে ঘটল এমন ঘটনা? ব্যাঙ্কের কাছে কৈফিয়ত চাইলে পল্লবীকে জানানো হয়, তিনি নাকি ‘মৃত’। এমন চাঞ্চল্যকর দাবি করেই কেউ বা কারা তাঁর অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছে।
গোটা ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় পল্লবী। ব্যাঙ্কের কাছে তিনি প্রশ্ন করেন, তিনি যদি মৃতই হন, তবে তো তাঁর ডেথ সার্টিফিকেট দেখিয়ে তবে টাকা তোলা হয়েছে? সেই সার্টিফিকেট দেখতে চাইলে কোনো উত্তর মেলেনি বলে দাবি পল্লবীর। তিনি বিস্ময় প্রকাশ করেছেন, কেন্দ্রের দ্বারা নিয়ন্ত্রিত একটা ব্যবস্থায় এত বড় জালিয়াতি চক্র সক্রিয়!
কড়েয়া থানায় সবটা জানিয়ে এফআইআর করেছেন প্রসেনজিতের বোন। তিনি বলেন, চাইলেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে পারতেন তিনি। কিন্তু তা তিনি করেননি। ব্যাঙ্ক থেকে অবশ্য পল্লবীকে আশ্বাস দেওয়া হয়েছে, চলতি মাসের ১৬-১৭ তারিখের মধ্যেই সব টাকা তিনি ফেরত পেয়ে যাবেন। তবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে পল্লবী চট্টোপাধ্যায়ের।