মার্চেই আসবে সন্তান, অন্তঃসত্ত্বা ‘নিম ফুল’ অভিনেত্রীর সাধে হাজির ‘পর্ণা’ পল্লবী

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বছরের শুরুতেই উৎসবের মেজাজ ‘নিম ফুলের মধু’ (Neem Phuler Modhu) সিরিয়ালের সেটে। পর্দায় গল্প যেমনি চলুক না কেন, বাস্তবে এই সিরিয়ালের অভিনেতা অভিনেত্রীদের একজনের বিয়ে, আরেকজনের আবার পরিবারে আসতে চলেছে ক্ষুদে সদস্য। কিছুদিন আগেই নায়ক রুবেল দাসের আইবুড়োভাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্ণা ওরফে পল্লবী দে। আর এবার তিনি উপস্থিত থাকলেন সহ অভিনেত্রীর সাধের অনুষ্ঠানেও।

নিম ফুলের মধু (Neem Phuler Modhu) অভিনেত্রীর সাধে এলেন পর্ণা

মা হতে চলেছেন অভিনেত্রী মানসী সেনগুপ্ত। দীর্ঘদিন পর্যন্ত নিম ফুলের মধু (Neem Phuler Modhu) সিরিয়ালে ‘মৌমিতা’র চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কিছুদিন হল সিরিয়াল থেকে সরে দাঁড়িয়েছেন মানসী। তবে তাঁকে সাধ খাওয়াতে ভোলেননি নিম ফুলের মধু (Neem Phuler Modhu) এবং কোন গোপনে মন ভেসেছের সদস্যরা।

Pallavi dey attended neem phuler modhu actress baby shower

কোথায় হয়েছিল অনুষ্ঠান: রবিবার শহরের এক নামী রেস্তোরাঁয় বসেছিল মানসীর সাধের অনুষ্ঠান। সেখানেই দেখা মিলল পল্লবীর। সিরিয়ালে বহুবার জা মৌমিতার কারসাজি ফাঁস করেছে পর্ণা। কিন্তু বাস্তবে দুজনের মধ্যে খুবই ভালো সম্পর্ক। উপস্থিত ছিলেন অভিনেত্রী অদিতি চট্টোপাধ্যায়ও। এদিন নিজেই গাড়ি চালিয়ে সাধের অনুষ্ঠানে আসেন মানসী। সাধের মেনুতে ছিল ভাত, বাসন্তী পোলাও, লুচি, তরকারি, মাছ, মাটন, চিংড়ি, মিষ্টি, দই, পায়েস সবকিছুই।

আরো পড়ুন : ‘অভিনয় পারে না, তোতলা’, খাদান-এর সাফল্যের মাঝেই অভিমানী দেব, ‘কেউ পাত্তা দেয়নি…’

গর্ভাবস্থায় জটিলতা রয়েছে অভিনেত্রীর: এই নিয়ে দ্বিতীয় বার মা হতে চলেছেন মানসী (Neem Phuler Modhu)। গত নভেম্বর মাসেই সুখবরটা শেয়ার করেছিলেন তিনি। বর্তমানে সাত মাসের মাসের গর্ভবতী তিনি। জানা গিয়েছে, হাই রিস্ক প্রেগনেন্সি রয়েছে তাঁর। জটিলতার কারণে ডিসেম্বরে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। বাধ্য হয়েই শুটিং যে সরে দাঁড়িয়েছেন তিনি। আপাতত রয়েছেন ছুটিতে।

আরো পড়ুন : রবিবারেও অফিস, ৯০ ঘন্টা কাজ বিতর্কে কটাক্ষ আনন্দ মাহিন্দ্রার! বললেন, “আমার স্ত্রী খুব সুন্দরী…”

আগামী মার্চ মাসেই দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার কথা মানসীর। কিন্তু এখনো নিজেই গাড়ি চালিয়ে আসা যাওয়া করছেন তিনি। অভিনেত্রী জানান, তিনি ঠিক করেছেন, ডেলিভারির সময় নিজেই গাড়ি চালিয়ে যাবেন, আবার সন্তানকে নিয়ে গাড়ি চালিয়ে ফিরবেন।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X