লুকিয়ে তোলা গোপন ছবি ভাইরাল নেটপাড়ায়! ক্ষোভ উগরে দিলেন বিরক্ত পল্লবী

বাংলাহান্ট ডেস্ক : তীব্র গরমের দাবদাহে নাজেহাল অবস্থা দেশবাসীর। বৃষ্টির আশায় চাতকের মতন আকাশের দিকে তাকিয়ে রয়েছেন সকলেই। কাজ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে আমজনতার। ঠিক একই পরিস্থিতি সিরিয়ালের (Bengali Serial) অভিনেতা অভিনেত্রীদেরও। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঘুরে বেড়াচ্ছে ‘নিম ফুলের মধু’ খ্যাত অভিনেত্রী পল্লবী শর্মার (Pallavi Sharma) বেশ কিছু ছবি।

ভাইরাল হওয়া সেই ছবিগুলিতে মাটিতে শুয়ে থাকতে দেখা গেল অভিনেত্রীকে। তাঁকে দেখেই বোঝা যাচ্ছে সবেমাত্র শ্যুটিং শেষ করেছেন তিনি। কস্টিউম পড়ে এবং মেকআপ করেই মেঝেতে শুয়ে পড়েছেন তিনি। ভাইরাল এই ছবির কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

Pallavi Sharma

ঠিক কি ঘটেছিল? মাত্র কয়েকদিন আগে পল্লবী শর্মা নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় অভিনেত্রীর ছবি। আর সেই ছবিতেই দেখা গেছে হলুদ রঙের শাড়ি এবং লাল রঙের ব্লাউজ পড়ে মাটিতে শুয়ে আছেন পর্দার পর্ণা। যদিও এই অ্যাকাউন্টটি ফেক অ্যাকাউন্ট বলেই দাবি করেছেন অভিনেত্রী।

ছবি দেখে কেউ কেউ মজার ছলে লিখেছেন, ‘শেষমেষ আর জায়গা না পেয়ে মেঝেতেই ঘুমিয়ে পড়লেন পর্ণা’। আবার কেউ লিখেছেন, ‘সারাদিন কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন অভিনেত্রী। আর সে কারণেই শরীরটা একটু ঠান্ডা দিতে মেঝেতেই শুতে হয়েছে তাকে’।

Pallavi Sharma

এই প্রসঙ্গে এক সাংবাদিক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি ফেসবুক ব্যবহারই করি না। আমি জানিনা এসব কে পোস্ট করেছে। তবে যেই করে থাকুক না কেন এই ঘটনা একেবারেই মিথ্যে। যে অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করা হয়েছে সেটা ভুয়ো অ্যাকাউন্ট। এই গোটা বিষয়টা আমার কাছে একটা বিরক্তিকর ব্যাপার’।

Pallavi Sharma

উল্লেখ্য, বর্তমানে বাংলা টেলিভিশন জগতে যে কয়েকটা ধারাবাহিক দেখা যাচ্ছে তার মধ্যে জনপ্রিয় হল জি বাংলা ‘নিম ফুলের মধু’। এই ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন পল্লবী শর্মা এবং রুবেল দাস। এই প্রথমবার জুটি বেঁধেছেন জনপ্রিয় এই দুই তারকা। তাদের জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের।

additiya

সম্পর্কিত খবর