বাংলাহান্ট ডেস্ক : কয়েক সপ্তাহ হল শেষ হয়েছে ‘নিম ফুলের মধু’। কিন্তু দর্শকদের মনে আজও রয়ে গিয়েছে পর্ণা সৃজন সহ দত্ত বাড়ির স্মৃতি। প্রায় আড়াই বছর ধরে দর্শকদের ঘরে অতি প্রিয় ধারাবাহিক (Serial) হয়ে উঠেছিল এটি। নিম ফুলের মধু শেষ হওয়াতে অনেকেই দুঃখ পেয়েছিলেন। কিন্তু সব শুরুরই একটা শেষ থাকে, আর সেটা মেনে নিয়েই এগোতে হয়।
জি বাংলার পরিণীতায় (Serial) দেখা গিয়েছে পল্লবীকে
নিম ফুলের মধু শেষ হওয়ার পর সেখানে শুরু হয়েছে নতুন ধারাবাহিক (Serial) ‘তুই আমার হিরো’। এই সিরিয়ালটিও দর্শকদের মন জয় করেছে ইতিমধ্যে। প্রথম সপ্তাহের টিআরপি বেশ ভালো। অন্যদিকে সম্প্রতি সিরিয়াল (Serial) শেষ হওয়ার পরেও আবারো জি বাংলায় ফিরেছিলেন অভিনেত্রী পল্লবী শর্মা।
নতুন সিরিয়াল আসছে: সম্প্রতি ‘পরিণীতা’য় মহামিলনের দোল পর্বে একসঙ্গে দেখা গিয়েছে পারুল, ফুলকি, রাই এবং পর্ণাকে। তবে এবার গুঞ্জন বলছে, নতুন সিরিয়াল (Serial) নিয়ে শীঘ্রই ফিরতে পারেন পল্লবী। এর আগে শোনা গিয়েছিল, ক্রেজি আইডিয়াজ এর নতুন সিরিয়ালের হাত ধরে স্টার জলসায় ফিরতে চলেছেন তিনি। এও শোনা গিয়েছিল, একটি নতুন প্রেমের কাহিনি নিয়ে আসতে চলেছে নতুন সিরিয়াল ( Serial), যা দর্শকদের চমকে দেবে। কিন্তু পরবর্তীতে জানা যায়, ওই সিরিয়ালে নায়িকা হিসেবে দেখা যেতে পারে দিয়া বসুকে।
আরো পড়ুন : কলকাতায় এসেই প্রথম প্রেম, ঠিক হয়ে গিয়েছিল বিয়েও! এখন কোথায় থাকেন অমিতাভের প্রেমিকা?
কোন চ্যানেলে আসছে: এখন নতুন গুঞ্জন বলছে, জলসা নয়, জি বাংলার পর্দাতেই (Serial) নাকি ফিরতে চলেছেন পল্লবী। কারণ এই চ্যানেলের সঙ্গে কনট্র্যাক্টে রয়েছেন তিনি। যদিও কবে আসবে তাঁর নতুন সিরিয়াল (Serial) এ বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। পল্লবী বা চ্যানেল কর্তৃপক্ষের তরফেও এ বিষয়ে কোনো আভাস দেওয়া হয়নি।
আরো পড়ুন : বড় ঝটকা ‘জগদ্ধাত্রী’তে, রাতারাতি সিরিয়াল ছাড়লেন এই গুরুত্বপূর্ণ ব্যক্তি! কী প্রভাব পড়বে TRP-তে?
প্রসঙ্গত, নিম ফুলের মধু শেষের আগেই সিরিয়ালের একাধিক অভিনেতা অভিনেত্রী পা রেখেছেন অন্য ধারাবাহিকে। রুবেল আগেই পা রেখেছেন তুই আমার হিরোর নায়ক হিসেবে। ওই সিরিয়ালেই রয়েছেন সৌমি চক্রবর্তীও। অন্যদিকে অরিজিতা পাড়ি দিয়েছেন জলসার ‘তেঁতুলপাতা’ ধারাবাহিকে।