বাংলাহান্ট ডেস্ক : রবিবার ধুমধাম করে বিয়ে সেরেছেন রুবেল দাস (Sweta-Rubel) এবং শ্বেতা ভট্টাচার্য। টেলিপাড়ার ‘হ্যাপেনিং’ জুটির বাস্তবের বিয়ে নিয়ে আমজনতার উত্তেজনা ছিল দেখার মতো। রবিবার শ্বেতা রুবেলের বিয়েতে তারকাদের নেমেছিল ঢল। শ্বেতার ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের গোটা টিম উপস্থিত ছিল বিয়েতে। কিন্তু রুবেলের (Sweta-Rubel) ‘নিম ফুলের মধু’ বা পল্লবী শর্মার দেখা মেলেনি। তা নিয়ে আলোচনাও কম হয়নি। তবে মঙ্গলবার রিসেপশনে দেখা মিলল ‘পর্ণা’র।
শ্বেতা-রুবেলের (Sweta-Rubel) রিসেপশনে হাজির পর্ণা
মঙ্গলবার হল রুবেল (Sweta-Rubel) শ্বেতার বৌভাতের অনুষ্ঠান। বিয়েতে টুকটুকে লাল বেনারসীতে সাজলেও রিসেপশনে হালকা আইভরি রঙা লেহেঙ্গা পরেছিলেন শ্বেতা। পাশে একই রঙের শেরওয়ানিতে পাওয়া গেল রুবেলকে (Sweta-Rubel)। পর্ণাও অনস্ক্রিন বরের সঙ্গে টুইনিং করেই সেজেছিলেন। তবে আইভরি নয়, সাদা শিফন শাড়িতে মুগ্ধ করলেন পল্লবী।
কেমন সেজেছিলেন অভিনেত্রী: মুক্তোর গয়না, খোলা চুল, ছিমছাম সাজেই রিসেপশনে মধ্যমণি হয়ে উঠলেন পল্লবী। পর্দায় ইতিমধ্যেই বিয়ে হয়েছে পর্ণা সৃজনের, হয়ে গিয়েছে দুই সন্তান। এদিকে নায়ক এবার বিয়ে করলেন বাস্তবে। কী বললেন পল্লবী? নবদম্পতির জন্য বিশেষ উপহার নিয়ে এদিন অনুষ্ঠানে পৌঁছেছিলেন তিনি। অভিনেত্রী বলেন, তাঁর শুভেচ্ছা সবসময় রয়েছে শ্বেতা রুবেলের (Sweta-Rubel) সঙ্গে। তাঁদের নতুন জীবন সুখের হোক, এটাই চান তিনি।
আরো পড়ুন : ‘কাউকে জোর করে…’, ৭০ ঘন্টা কাজ বিতর্কে ট্রোল্ড হতেই সুর নরম নারায়ণমূর্তির, এবার জানালেন….
রিসেপশনে উপস্থিত ছিল দত্ত পরিবার: গোটা দত্ত পরিবার এদিন উপস্থিত হয়েছিল শ্বেতা রুবেলের (Sweta-Rubel) রিসেপশনে। একসঙ্গে তোলা হয়েছে ছবিও। বিয়ের দিন নিম ফুলের মধু টিমের কাউকে দেখা না যাওয়ায় নানান গুঞ্জন ছড়িয়েছিল। প্রশ্ন উঠেছিল, রণজয়ের চর্চিত প্রেমিকা শ্যামৌপ্তি পর্যন্ত বিয়েতে এলেন, কিন্তু পল্লবী আমন্ত্রণ পেলেন না কেন?
আরো পড়ুন : ‘একেবারে কার্টুন’, মানাচ্ছে না মোটেই, দর্শকদের দাবিতে নায়িকা বদল জি বাংলার সিরিয়ালে!
আসলে পল্লবী আগেই জানিয়েছিলেন, রুবেলের বিয়ের কার্ড হাতে পাননি তিনি, তবে প্রীতিভোজের কার্ড দেখেছেন। বরপক্ষ হয়েই এদিন দত্ত পরিবার পৌঁছায় রিসেপশনে। সব মিলিয়ে সৃজন শ্যামলীর প্রীতিভোজের অনুষ্ঠান জমজমাট।