PAN কার্ড না থাকলে ছাত্ররা পাবে না এই সুযোগ, বিনামূল্যে তৈরি করুন আজই

বাংলাহান্ট ডেস্কঃ প্যান কার্ড (PAN card) না থাকলে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নথি। শুধু ব্যাবসায়ী বা চাকুরীজীবিদের ক্ষেত্রেই নয়, ছাত্রদের ক্ষেত্রেও এই কার্ড সমান ভাবে গুরুত্বপূর্ণ। আসুন জেনে নি, ছাত্রদের কিভাবে কাজে লাগতে পারে প্যান কার্ড।

Pan Card India Issuance

১৮ বছরের অধিক ছাত্রদের ক্ষেত্রে প্যান কার্ড একটি আই ডি হিসাবে ব্যাবহৃত হয়৷ অনেক ক্ষেত্রেই তা কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আইডি এর বদলে ব্যাবহার করা যেতে পারে। পাশাপাশি, প্যান কার্ড না থাকলে কোনো ছাত্র শিক্ষা ঋণ বা এডুকেশন লোন পাবে না বলে জানিয়েছে অর্থমন্ত্রক।

এই প্যান কার্ড তৈরি করতে খরচ হয় বেশ কিছু টাকা, কিন্তু জানেন কি মোদি সরকারের নিজস্ব ওয়েবসাইট থেকে প্যান কার্ড করা যায় এক টাকাও না খরচ করে। এই সুবিধা ইতিমধ্যেই ৬.৭ লাখ লোক নিয়ে নিয়েছেন বলে জানিয়েছে আয়কর দপ্তর। পাশাপাশি এটি করা যাবে বাড়ি বসেই।

পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর (PAN) প্যান কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। এটি না থাকলে আপনি অনেক কাজ করতে পারবেন না। আয়কর রিটার্ন ফাইল বা ব্যাংকের 50,000 এরও বেশি পরিমাণে জমা করার জন্য এটি আবশ্যক। প্রসঙ্গত এবছর বাজেট পেশ করার সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান যে আমরা প্যান কার্ডের যে আবেদন করার প্রক্রিয়া সহজ করার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছে সরকার। একই সাথে তৎকাল প্যান কার্ডের নম্বর তৈরি করার কথা জানান অর্থমন্ত্রী।

সাধারণভাবে প্যান কার্ড এনএসডিএল এবং ইউটিআইটিএসএল এর মাধ্যমে তৈরি করা হয়। তবে, এই দুটি ইউনিট থেকে প্যান কার্ড পেতে আপনাকে একটি নির্দিষ্ট টাকা চার্জ হিসাবে দিতে হবে। আয়কর বিভাগের ওয়েবসাইট থেকে একেবারে বিনামূল্যে তৈরি করা যায় প্যান কার্ড।

জানা যাচ্ছে, কোন ব্যাক্তি আয়কর বিভাগের ওয়েবসাইটে গিয়ে এই পরিষেবা নিতে পারবেন,  প্রয়োজন হবে কেবলমাত্র আধার নম্বরের।এরপর আধার নম্বরের সাথে লিংকড মোবাইল নম্বরে চলে আসবে একটা ওটিপি তারপর শুধু ভেরিফাই করে নিলে তৎকাল জারি করা যাবে প্যান কার্ড। একই সাথে উপভোক্তা নিজের ই-প্যান ডাউনলোড করতে পারবেন।

সম্পর্কিত খবর