এই জরুরি 13 কাজে প্যান কার্ড আবশ্যিক ! এক্ষুনি জেনেনিন নাহলে পড়বেন সমস্যায়

বাংলা হান্ট ডেস্ক : বর্তমানে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের মতো প্যান কার্ড নাগরিকদের অন্যতম পরিচয়পত্র হিসেবে ধরা হয়৷ কিছু বিশেষ কাজ প্যান কার্ড নম্বর ছাড়া সম্ভব হয় না৷ ভারত সরকারের আয়কর দফতরের তরফ থেকে প্রতিটি দেশবাসীর কাছেই প্রাপ্তবয়স্ক হলে প্যান কার্ড রাখা বাধ্যতামূলক করা হয়৷ তবে মোট তেরোটি জরুরি কাজের জন্য প্যান কার্ড বিশেষভাবে দরকার আর সেগুলি হল-Pan Card India Issuance 1280x720

1. যদি কোনও ব্যক্তি পঞ্চাশ হাজার টাকার উপরে শেয়ার কিনতে চান সে ক্ষেত্রে প্যান কার্ড বাধ্যতামূলক৷

2. সোনা কিনতে গেলেও প্যান কার্ড জরুরি, তবে পাঁচ লক্ষ টাকার উপরে৷

3. এ বার থেকে সোনার অলঙ্কার গয়না এসব কিনতে গেলেও কিন্তু প্যান কার্ড নম্বর লাগবে৷

4. পঞ্চাশ হাজার টাকার ওপরে বন্ড কিনলে প্যান কার্ড দরকার৷

5. দুই বা চার চাকার গাড়ি কিনতে গেলে কিংবা বিক্রি করতে গেলে প্যান কার্ড লাগবে৷

6. ব্যাংক টাইম ডিপোজিট মূল্য যদি পঞ্চাশ হাজার টাকা হয়ে থাকে সে ক্ষেত্রে প্যান কার্ড লাগবে৷

7. এবার থেকে পোস্ট অফিসের লেনদেনের সময় যদি পঞ্চাশ হাজার টাকার বেশি লেনদেন করা হয় সে ক্ষেত্রেও প্যান কার্ড দরকার৷

8. এবার থেকে নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে প্যান কার্ড লাগবে আর যাঁদের অ্যাকাউন্টে প্যান কার্ড নম্বর যোগ করা নেই তাদের আপডেট করতে হবে৷

9. এক লক্ষ টাকার উপরে কোনও জমি বা কিছু বিক্রি এবং কেনার ক্ষেত্রে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক৷

10. ল্যান্ডফোন সংযোগ বাড়িতে করতে গেলেই প্যান কার্ড লাগবে৷

11. হোটেল বা রেস্তোরাঁয় খেতে গিয়ে কিংবা থেকে যদি একদিনের খরচ মুছে হাজার টাকার বেশি হয় সে ক্ষেত্রে প্যান কার্ড লাগবে৷

12. ব্যাংকের ড্রাফ্ট নগদ চেকের মাধ্যমেই যদি পঞ্চাশ হাজার টাকার লেনদেন হয় তাহলে প্যানকার্ড দেখাতে হবে৷

13. বিদেশ যাত্রার টিকিটের মূল্য যদি পৌঁছে হাজার টাকা হয় সেক্ষেত্রেও কিন্তু প্যান কার্ড দেখাতে হবে৷


সম্পর্কিত খবর