বাংলাহান্ট ডেস্ক: টিআরপি তালিকায় পোজিশন বেশ ভাল। প্রথম পাঁচ নয়তো প্রথম দশে নাম থাকেই। কিন্তু তা সত্ত্বেও ট্রোলের হাত থেকে রেহাই পায় না ‘পঞ্চমী’ (Panchami)। স্টার জলসার এই সিরিয়াল শুরুর পর থেকেই ট্রোলড হয়ে চলেছে। এমন ফিকশন নির্ভর হিন্দি সিরিয়ালে প্রচুর দেখা গেলেও বাংলা সিরিয়ালে এই প্রথম। তাই সিরিয়ালটি ট্রোলডও হয়ে চলেছে চুটিয়ে।
ছবির গল্প অনুযায়ী, পঞ্চমী অর্থাৎ অভিনেত্রী সুস্মিতা দে একজন ইচ্ছাধারী নাগিন। অর্থাৎ সে ইচ্ছামতো নিজেকে নাগিন রূপে রূপান্তরিত করতে পারে। সিরিয়াল জুড়ে পঞ্চমীর এই নাগিন রূপ বহুবার দেখেছেন দর্শক। আর তা নিয়ে হয়েছে ট্রোল। এবারও সিরিয়ালের একটি দৃশ্য নিয়ে হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দৃশ্যটির একটি স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে, পঞ্চমী আটপৌরে করে শাড়ি পরেছে। কিন্তু তার কোমর থেকে বাকি অর্ধেকটা দেহ একটা হলুদ রঙের সাপের। এমন আধা নাগিন রূপ নিয়ে জলের গলায় তীব্র গতিতে এগিয়ে চলেছে পঞ্চমী। ছবিটি শেয়ার করে এক মিম পেজের তরফে ফুট কাটা হয়েছে, ‘দেওয়াল থেকে কমোডে পড়ে যাওয়ার পর টিকটিকি’!
উত্তাল হাসি মশকরা, ট্রোলের মধ্যেই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন পঞ্চমী ওরফে সুস্মিতা দে। তিনি বরাবরের মতোই স্পষ্ট বলেন, কে কী বলল না বলল তাতে তাঁর কিছুই যায় আসে না। সিরিয়ালের গল্প পৌরাণিক। তাই প্রথম থেকেই দর্শকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে যুক্তি দিয়ে বিচার না করতে।
এর আগেও ট্রোলের শিকার হয়েছে এই সিরিয়াল। তখনো বিষয়টা নিয়ে মুখ খুলেছিলেন সুস্মিতা। তিনি বলেছিলেন, যে যতই খারাপ বলুক না কেন, তাতে তাঁর কিছুই যায় আসে না। কারণ মানুষ খারাপ বলছে, চর্চা করছে মানেই সিরিয়ালটা তারা দেখছে। কাজ দেখা নিয়ে কথা, মন্তব্য করেছিলেন সুস্মিতা।