ভোটকর্মীদের ওপর হামলা, দেদার হুমকি! রাজীব সিনহার বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত (Panchayat Election 23) দামামা! রক্তের হোলি, বাংলা জুড়ে সন্ত্রাস! কোথাও আক্রান্ত প্রিসাইডিং অফিসার, কোথাও দুষ্কৃতীতের তাণ্ডবের জেরে আতঙ্কে সিঁটিয়ে ভোটকর্মী। তাদের ভয় দেখিয়ে দেদারে চলেছে ছাপ্পা। প্রতিবাদ করতেই হুমকি! গতকাল এই চিত্রই উঠে এসেছে রাজ্যের একাধিক প্রান্ত থেকে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে এবার রাজ‌্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) রাজীব সিনহার (Rajiva Sinha) বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও আদালত অবমাননার অভিযোগ তুলে আদালতে যাওয়ার হুঁশিয়ারি সরকারি কর্মীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চের (Sangrami Joutha Mancha)।

শনিবার বিকেলে নির্বাচন কমিশনের অফিসে গিয়ে ডেপুটেশন জমা দেন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ অনেকে। তিনি  বলেন, ‘‘ভোট হিংসার প্রতিবাদে আদালতে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সরাসরি এফআইআর হবে রাজীব সিনহা-সহ নির্বাচনী আধিকারিকদের বিরুদ্ধে। রবিবার শহরে প্রতিবাদ মিছিল হবে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শহিদ মিনার পর্যন্ত।’’

অভিযোগ,‘‘আদালতের রায়কে উপেক্ষা করে ভোটকর্মীদের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ নির্বাচন কমিশনার। ২০১৮ সালের থেকেও বেশি সংখ্যায় সরকারি কর্মচারীরা আক্রান্ত হয়েছেন এবারের ভোটে।’’ এসবের প্রতিবাদেই আজই মহানগরীর রাজপথে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ।

 high court

সংগ্রামী যৌথ মঞ্চের দাবি, আদালতের নির্দেশ মেনে সমান সমান অনুপাতে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশ মোতায়েন করেনি রাজ্য নির্বাচন কমিশন। এই সমস্ত অভিযোগ নিয়েই এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হবে বলে জানিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ।

ad

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর