‘নন্দীগ্রামের মতো হয়ে গেল’, BJP-র কাছে ৩৬ ভোটে হেরে অভিযোগ মমতার আত্মীয়ের! ঘটনা কী?

বাংলা হান্ট ডেস্কঃ বহু টানাপোড়েনের পর শেষ পঞ্চায়েত ভোট ২০২৩ (Panchayat Vote)। ঘোষণা হয়ে গিয়েছে ফলাফলও। খুব প্রত্যাশিত চিত্রটাই সামনে এসেছে যেখানে গোটা রাজ্যের অধিকাংশ জায়গায় সবুজ ঝড়। সংখ্যাগরিষ্ঠতায় জয়ী শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। তবে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মামারবাড়ির বেলায় উলোটপুরান।

সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার ছেলের বউ পম্পা মুখার্জি পঞ্চায়েত নির্বাচনে কুশুম্বা (Kusumba) গ্রাম পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেস এর প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন। তার বিপক্ষে প্রার্থী ছিলেন বিজেপির (BJP) সুদেষ্ণা মুখার্জি। ভোট গণনার পর বিজেপি প্রার্থী দাবি করেন, তিনি জয়ী হয়েছেন, কিন্তু গণনায় ভুল হওয়াই তৃণমূল প্রার্থী পম্পা মুখার্জি কে জয়ী ঘোষণা করা হয়েছে।

   

এরপরেই স্থানীয় বিডিও ম্যাডামের কাছে রিকাউন্টিং এর আবেদন করেন বিজেপির সুদেষ্ণা মুখার্জি। তবে বিডিও ম্যাডাম দেখা করতে আসেননি। দেখা না পেয়ে ওনাকে বহুবার ফোন করা হলেও যোগাযোগ করা যায়নি। শেষমেষ বহু অপেক্ষার পর বিজেপির প্রার্থীকে ৩৬ ভোটে জয়ী ঘোষণা করা হয়।

রাত ১১.৩০ নাগাদ গণনা কেন্দ্রে হাজির হন তৃণমূল প্রার্থী পম্পা মুখার্জি। তার অভিযোগ, তার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। তিনি পুনরায় গণনার আবেদন করবেন। যদিও বিজেপি প্রার্থীর দাবি ভিন্ন। জয়ী বিজেপি প্রার্থী সংবাদমাধ্যমের সামনে বলেন, ‘পঞ্চায়েত সমিতি থেকে আমি জিতেছি ৩৬ ভোটে। তৃণমূল গণনা শেষের আগেই ৬ ভোটে জিতেছি বলে লাফাতে লাফাতে বাড়ি চলে গিয়েছিল। পরে গণনা শেষে দেখা যায় আমরা ৩৬।’

mamata

জয়ী বিজেপি প্রার্থী আরও বলেন, “তৃণমূলের প্রার্থীর মতো আমিও মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মীয়। আমার বাবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাসির ছেলে। তবে তৃণমূলকে মানুষ তো ১৫ বছর ধরে দেখছে। যেই গ্রামেই যাচ্ছি সবাই তৃণমূলকে ছিঃ ছিঃ করছে।”

অন্যদিকে, হেরে যাওয়া তৃণমূল প্রার্থী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার ছেলের বউ পম্পা মুখার্জি ক্যামেরার সামনে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তিনি শুধু বলেন, “চক্রান্ত হয়েছে। নন্দীগ্রামের মতো কেস হয়ে গেল।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর