ভোট তরজার আবহেই এবার সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি রাজীব সিনহার! কী দাবি নির্বাচন কমিশনের?

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার দুয়ারে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করে বহু টালবাহানার পর অবশেষে কেন্দ্রীয় বাহিনী (Central Force) দিয়েই হচ্ছে ২৩ পঞ্চায়েত নির্বাচন। আগেই l রাজ্যে পৌঁছে গিয়েছে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই আবহে আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

বাকি বাহিনী চেয়ে ফের কেন্দ্রকে (Center) চিঠি পাঠালো রাজ্য নির্বাচন কমিশন। জানা গিয়েছে রবিবার আরও ৪৮৫ কোম্পানি বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিয়েছেন রাজীববাবু (Election Commissioner Rajiv Sinha)। প্রসঙ্গত পরে বরাদ্দ করা আরও ৩১৫ কোম্পানি এখনও রাজ্যে আসেনি।

সূত্রের মারফত খবর, বাহিনী কোথায় মোতায়েন হবে, এখনও কমিশন তা জানাতে পারেনি। তাই ভিনরাজ্যেই বসে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রসঙ্গত, আগেই কেন্দ্রীয় বাহিনী চেয়ে কেন্দ্রকে চিঠি দিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন।

central force

তবে সেই চিঠির উত্তর এখনও আসেনি। গতকালই এই নিয়ে নির্বাচন কমিশনার বলেন, শনিবার পর্যন্ত অপেক্ষা করবো, কোনও উত্তর না আসলে ফের চিঠি দেওয়া হবে। সেই মতোই আজ আবারও বাহিনী চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।

অন্যদিকে, ভোটে চাই পর্যাপ্ত নিরাপত্তা! এই দাবি তুলে আজ পথে নেমেছে সংগ্রামী যৌথমঞ্চ। বুথ প্ৰতি ৪ জন করে কেন্দ্রীয় বাহিনীর দাবি DA-আন্দোলনকারীদের। পঞ্চায়েত নির্বাচনে কোনও ভাবেই যাতে ২০১৮-র স্মৃতি ফিরে না আসে সেই দাবিতেই সংগ্রামী যৌথমঞ্চের মিছিল। সঠিক নিরাপত্তা না পেলে তারা ভোটের ডিউটিতে যাবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর