‘আমরা নিজেদেরই কর্মীদের বাঁচাতে পারিনি…’, দল ‘শান্তিপূর্ণ’ বললেও হিংসা নিয়ে আক্ষেপ সৌগতর

বাংলা হান্ট ডেস্কঃ গতকাল ছিল পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)। গণতন্ত্রের উৎসবে দেখা গেল ভোট লুঠ, দেদার ছাপ্পা, সন্ত্রাস, বোমাবাজি, গোলা-গুলি, হিংসা! আর তার জেরে শুধুমাত্র কালকের দিনে চলে গেল ১৭ টি তরতাজা প্রাণ। গত একমাসে মৃতের সংখ্যা ৩২। ভোটের হিংসার ঘটনা চরম দুর্ভাগ্যজনক। ঠিক এই মন্তব্য শোনা গেল দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ সৌগত রায় (TMC MP Sougata Roy)।

ভোটের দিন সকাল থেকেই একের পর এক হিংসার চিত্র প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, গতকাল রাজ্যে মৃত্যু হয়েছে ১৭ জনের। আর সূত্রের খবর, তার মধ্যে বেশিরভাগই তৃণমূল কর্মী (Trinamool Congress)। সেই সংখ্যাটা ৮ বলে দাবি করলেন সৌগতবাবু। তার কথায়, “রাজ্যে যে কজন মারা গিয়েছেন তার মধ্যে আটজনই তৃণমূল কর্মী। খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ”

একরাশ আক্ষেপ নিয়ে তিনি বলেন, “মৃত্যুর এই ঘটনা আটকানো যেত। নিজেদেরই কর্মীদেরই আমরা বাঁচাতে পারিনি।” পরক্ষনেই ক্ষোভ উগরে দেন কেন্দ্রীয় বাহিনীর ওপর। তার কথায়, “পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর কোনও রকম কোনও ভূমিকা ছিল না। উল্টে তারা এসে পুলিশের ভূমিকাকেও নগন্য করে দিয়েছে।”

যদিও দলের প্রশংসা করতে ভোলেন নি সৌগতবাবু। সাংসদ বলেন, “আমাদের কর্মীরা খুবই সংযত ছিল। আমরা হিংসা এড়াবার যথেষ্ঠ চেষ্টা করেছি। কিন্তু এত প্রাণ চলে যাওয়ার পরও তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে ধৈর্য্য দেখিয়েছেন তা প্রশংসনীয়।”

panchayat vote 2023 f

যদিও ভোটের হিংসা নিয়ে সৌগত রায় আক্ষেপ দেখালেও তৃণমূলের দাবি ভোট শান্তিপূর্ণই হয়েছে। বিরোধী গতকাল থেকে হিংসা- সংঘর্ষের বিরুদ্ধে সরব হলেও শাসকদলের দাবি, সব মিলিয়ে ৮-৯টি বড় ঘটনা ঘটেছে। বাকিসব তেমন কিছু না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর