জেলে বসেই এত এত মানুষের মুখে হাসি ফোটালেন অনুব্রত! ঘটনা শুনলে আপনিও প্রশংসা করতে বাধ্য

বাংলা হান্ট ডেস্কঃ খুশিতে আত্মহারা পাঁচরার কটন মিলের (Pancra Cotton Mill) শ্রমিকরা। একদিকে ডিএ এর দাবিতে উত্তাল রাজ্য, মমতা সরকারের বিরোধিতায় আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। অন্যদিকে, এই আবহেই সরকারী কর্মীর স্বীকৃতি পেলেন পাঁচরার কটন মিলের কর্মীরা (Mill Workers)। আনন্দে মিলের গেটের সামনে সবুজ আবির খেলায় মেতে ওঠেন তারা।

মিল সূত্রে জানানো হয়েছে, এবার থেকে ষষ্ঠ পে কমিশনের হারে বেতন পাবেন মিলের কর্মীরা। সরকারি তরফে একথা তাদের জানানো হয়েছে। প্রসঙ্গত, এতদিন রাজ্য সরকারের অধীনে কল্যাণী, রায়গঞ্জ ও ময়ূরাক্ষী কটন মিল ছিল। তবে মিলের কর্মীদের অভিযোগ ছিল, কল্যাণী ও রায়গঞ্জ কটন মিলের কর্মচারীরা সরকারি কর্মীর স্বীকৃতি ও পে কমিশনের আওতায় ছিল। ময়ূরাক্ষী কটন মিল এতদিন রুগ্ন শিল্প হিসাবে বঞ্চিত ছিল বলেই অভিযোগ করেছিলেন তারা।

তারা জানান, পূর্বে সিপিএম সরকারের আমলে সিটুর পতাকা নিয়ে তারা তৎকালীন রাইটার্সে আন্দোলনে গিয়েছেন। পরবর্তীতে সরকারের বদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল ক্ষমতায় আসায় পর নবান্ন, শিল্প সদন, বিকাশ ভবন সর্বত্র নিজেদের দাবি নিয়ে ছুটে বেড়ান কর্মীরা।

anubrata

মিলেরই এক কর্মী দেবাশিস বন্দ্যোপাধ্যায় বলেন, বীরভূম জেলা তৃণমূল সভাপতির জন্যই আজ তারা ন্যায্য অধিকার পেল। প্রসঙ্গত, কর্মীরা জানান গত বছর অনুব্রত মণ্ডলই (Anubrata Mondal) এসে তাদের আশ্বাস দিয়েছিলেন। পাশাপাশি প্রথম উদ্যোগও নেন কেষ্ট মণ্ডল। তার প্রচেষ্টার কারণেই মিলের কর্মীরা ষষ্ঠ পে কমিশনের হারে বেতন পাবেন।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর