কাঁচা বাদাম পাকা বাদাম তো গান নয়, তার জন‍্য দরকার আসল শিক্ষা, ভাইরাল সংষ্কৃতি নিয়ে মুখ খুললেন পণ্ডিত অজয় চক্রবর্তী

বাংলাহান্ট ডেস্ক: বর্তমান যুগ মানেই সোশ‍্যাল মিডিয়ার (Social Media) যুগ। ডিজিটাল আর বাস্তব জগৎ মিলেমিশে একাকার হয়ে গিয়েছে। এখন মুহূর্তের খ‍্যাতি পাওয়া তুড়ি মারার মতোই সহজ। নেটদুনিয়ার দৌলতে এখন সকলেই সেলিব্রিটি। যেকোনো গান এখানে ভাইরাল হয়। এ বিষয়ে একাধিক বার পরোক্ষে উষ্মা প্রকাশ করতে দেখা গিয়েছে নামী সঙ্গীতশিল্পীদের। এবার আসল গান এব‌ং ভাইরাল তথাকথিত গানের পার্থক‍্য নিয়ে মুখ খুললেন পণ্ডিত অজয় চক্রবর্তী (Pandit Ajay Chakraborty)।

শাস্ত্রীয় সঙ্গীত ঘরানায় পণ্ডিত অজয় চক্রবর্তী গোটা দেশের গর্ব। এই প্রথম কোনো রিয়েলিটি শো তে দেখা যাচ্ছে এই কিংবদন্তিকে। এ বিষয়ে এক সাক্ষাৎকারে পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, রিয়েলিটি শোতে যে প্রতিযোগীরা অংশ নেন তারা নিঃসন্দেহে খুবই প্রতিভাবান কিন্তু বিশেষ কিছু শিখতে তারা পারেন না। যে কারণে পরবর্তীকালে হারিয়ে যান অনেকেই।

Ajay Chakraborty 1

এই কারণে এতদিন রিয়েলিটি শোয়ের বিচারক হওয়ার প্রস্তাব আসলেও ফিরিয়ে দিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তবে জি সারেগামাপার ধরণটা অন‍্য রকম হওয়ায় তিনি থাকতে রাজি হয়েছেন। এদিন সাক্ষাৎকারে পণ্ডিতজি প্রতিক্রিয়া দেন বর্তমান সময়ের ভাইরাল গান নিয়েও।

তিনি বলেন, মনের চোখ দিয়ে দেখে ছবি আঁকার যে চেষ্টা সেটা হল গান। কাব‍্য সবাই করতে পারে, কিন্তু সবাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হন না। কোনো কিছু না শিখে করলে সেটা হয়তো শুনতে ভাল লাগতে পারে, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না। কিন্তু এখন মিডিওক্রেসির যুগ চলছে, গলা একটু সুরে থাকা মানেই গান গাইতে পারে।

পণ্ডিতজি বলেন, “এখন ইলেকট্রনিক মিডিয়ায় অনেকেই টাকা দিয়ে গানের প্রচার করেন। তাই এখন এমন একটা ধারণা হয়েছে যার টাকা আছে সে ভাল ভাল গাইয়ে আর টাকা না থাকলে গান জানে না। কিন্তু এটা তো বাস্তব নয়। এখন কাঁচা বাদাম পাকা বাদাম সব গান হয়েছে। আমি খারাপ বলছি না। কিন্তু সেগুলো কি আমাদের জীবনে নতুন কোনো ছবি নিয়ে আসতে পারছে? সেটার জন‍্য কাব‍্য দরকার, সুরশুদ্ধি এবং লয়ের দরকার। আর সবার উপরে দরকার মনুষ‍্যত্ব”।

প্রসঙ্গত, ‘কাঁচা বাদাম’ গায়ক ভুবন বাদ‍্যকর সোশ‍্যাল মিডিয়ার ভাইরাল শিল্পীদের মধ‍্যে অন‍্যতম। বাদাম বেচার ফাঁকে ব‍্যবসা বাড়ানোর জন‍্য মনগড়া একটি ছড়ায় সুর দিয়ে গান বানিয়েছিলেন তিনি। সেটাই পরে ভাইরাল হয়ে দেশ বিদেশে শোরগোল তোলে। ভুবন হয়ে ওঠেন ‘শিল্পী’। কিন্তু কাঁচা বাদামকে আদৌ গানের পর্যায়ূ ফেলা যায় কিনা তা নিয়ে বহুবার সন্দেহ প্রকাশ করেছেন অনেকেই।


Niranjana Nag

সম্পর্কিত খবর