পানীয় জল নিয়েও কারচুপি, গ্রামবাসীদের দেওয়া লক্ষ লক্ষ টাকা উধাও! নীরব পঞ্চায়েত প্রধান

বাংলা হান্ট ডেস্কঃ জলের অপর নাম জীবন। আর এই পানীয় জল নিয়েই এবার কারচুপির অভিযোগ উঠলো। হুগলির পান্ডুয়া থানার ভায়রা গ্রামের বাসিন্দাদের অভিযোগ সরকারি পিএইচই-র জল পাওয়ার জন্য আগেই তাঁদের গ্রামের মোট ৩০০ টি পরিবার, পরিবারপিছু ৩ হাজার করে টাকা জমা দিয়েছিলেন। কিন্তু সেই টাকা এখন উধাও।

 

বর্তমানে জলধারা প্রকল্পের জল মিললেও তার জন্য স্থানীয় বাসিন্দাদের মাস গেলে গুনতে হচ্ছে ৫০ টাকা। এখানেই শেষ নয় সেইসাথে আছে নেতাদের চোখ রাঙানি। গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই মাসিক টাকা যদি কেউ না দিতে চায় তাহলে তাকে জলের লাইন কেটে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর কয়েক বছর আগেই পিএইচই-র জলের জন্য গ্রামের বাসিন্দাদের প্রত্যেকেই কেউ আড়াই তো কেউ তিন হাজার টাকা জমা দিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত পিএইচইর জলের লাইন বসেনি। উল্টে জলধারা প্রকল্পের জলের জন্য মাসে দিতে হচ্ছে ৫০ টাকা। অথচ আগে জমা নেওয়া ওই ৩ হাজার টাকা ফেরত দেওয়া হচ্ছে না।

তবে গ্রামবাসীদের অভিযোগ সম্পূর্ণ এড়িয়ে গিয়েছেন বেলুন ধামাসিন গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতা হাঁসদা। তিনি অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করেছেন, ‘ওই ৫০ টাকা এখনও তোলা শুরু হয়নি। আগে যে ৩ হাজার টাকা নেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠছে তার কথা বলতে পারব না। সেই টাকা সরকারের ঘরে জমা পড়েছে।’

pandua
প্রধান

পঞ্চায়েত প্রধান গ্রামের বাসিন্দাদের সমস্ত অভিযোগ নাসাৎ করলেও গ্রামবাসীদের কাছে সেই টাকা জমা নেওয়ার রশিদ রয়েছে। এছাড়া, ভায়রা গ্রামের বাসিন্দাদের অভিযোগ ওই ৩ হাজার টাকার কথা বলতে গেলে কোনও কথাই শুনছে না পঞ্চায়েত সদস্যরা। আর গ্রামবাসীদের কথা অনুযায়ী তাদের দেওয়া সমস্ত টাকার হিসাব করে দেখা যাচ্ছে সবমিলিয়ে ৮-১০ লাখ টাকা গায়েব হয়ে গিয়েছে।

Avatar
Anita Dutta

সম্পর্কিত খবর