করোনা পরিস্থিতিতেই যুদ্ধের দামামা! সীমান্তে চীনের আস্ফালনের জবাব দিল ভারত

বাংলাহান্ট ডেস্কঃ ডোকালামের স্মৃতি উস্কে ফের একবার ভারত – চীন সীমান্তে ( Indo – china border) উত্তেজনা। সিকিমের ( sikkim) নাকু লা সেক্টরে চিন ও ভারতের সেনার মধ্যে উত্তেজনা তৈরি হয়। উত্তেজনার বশে চলে উদ্ধত আচরনও। শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

 

ভারতীয় সেনা সূত্রে দাবি, সীমান্তে চৈনিক সেনার আস্ফালনের জবাব দিয়েছে ভারতীয় সেনা। উভয় পক্ষের মোট ১১ জন আহত ( ভারতের ৪, চীনের ৭)। জানা গিয়েছে আঘাত খুব গুরুতর নয়। দুদেশের তরফে সেনা আধিকারিকদের উচ্চপর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে।

featured image

সদ্য অতীতের ডোকালাম স্মৃতি

২৭ শে জুন ২০১৭ খ্রিষ্টাব্দে ভুটান বিতর্কিত অঞ্চলে একটি রাস্তা নির্মাণের কারণে চীনের বিরুদ্ধে প্রতিবাদ জানায়। ভুটান সরকারের মতে, চীন জুফেরি পাহাড়ের কাছে জর্নপেল্লিতে ভুটানের সেনা ক্যাম্পের সামনে ডোকালামে রাস্তা সম্প্রসারণের চেষ্টা করে; যে পাহাড় চীন দ্বারা সীমানা হিসাবে বিবেচনা করা হয়।

কিন্তু ভুটান এবং ভারত উভয় দ্বারা তা অস্বীকার করা হয়। ভারতের অত্যন্ত কৌশলগত শিলিগুড়ি করিডোর দিকে সড়কটি প্রসারিত ছিল। ভুটানের সীমান্তে উচ্চ সতর্কতা জারি করা হয়েছিল এবং ক্রমবর্ধমান উত্তেজনা সৃষ্টির কারণে সীমান্ত নিরাপত্তা কঠোর করা হয়েছিল।


সম্পর্কিত খবর