গ্রামে কুমির প্রবেশ করায় ছড়িয়ে পড়ল আতঙ্ক, দেখুন ছবি

বাংলাহান্ট ডেস্কঃ কুমির গ্রামে প্রবেশ করায় আতঙ্ক ছড়্রিয়েছে গ্রামে, আতঙ্কিত গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে আগ্রা (Agra) জেলার বাহ অঞ্চলে।

জানা গিয়েছে, প্রথমে কুমিরটি কলিঞ্জার গ্রাম ঢুকে পড়ে। আর সেখান থেকে আতঙ্কিত হয় গ্রামবাসীরা। গ্রামে বন পরিদর্শনে এসেছিলেন পরিদর্শক রাজেশ সিং। তিনি আচকাই কুমির তার সামনে কুমিরটি চলে আসে। তিনি দৌড়ে কুমিরের হাত থেকে পালাতে পারে। প্রায় দু’ ঘন্টা পর উদ্ধার হয় কুমিরটি। কালিনজার গ্রাম যমুনা নদী থেকে ৫০০ গজ দূরে। তাকে চাম্বল নদীর নন্দাগোয়ান ঘাটে ছেড়ে দেওয়া হয়।

1 j 2

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যমুনা নদী থেকে আসা কুমির কালিনজার গ্রামে প্রবেশ করে। আর কুমিরটি দেখে কুকুরের চেঁচামেচি শুরু করে, আর তাতেই ঘুম ভেঙ্গে যায় গ্রামবাসীদের। তারাই রাস্তায় কুমিরকে ঘিরে ফেলেন এবং বন দপ্তরকে খবর দেয়।

2 j 2

ডেপুটি রেঞ্জার ললিত কুমারের নেতৃত্বে রাজেশ সিং, যোগেশ কুমার, ত্রিলোকি, অভিষেক রাঠোরের দল কুমিরটিকে ধরার পর গ্রামবাসীরা হাফ ছেড়ে বাঁচেন । বন বিভাগের দল চাম্বল নদীর নন্দাগোয়ান ঘাটে কুমিরকে ছেড়ে দিয়েছে।

3 j 3

অন্যদিকে, ১৫ বছর বয়সী রানী নামে এক বালিকাকে টেনে চাম্বল নদীতে নিয়ে যান। তার কান্না শুনে রাখালরা কুমিরকে লাঠিপেটা করে রানীকে নিয়ে আসে। তারপর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

সম্পর্কিত খবর