খুনের মামলায় গ্রেপ্তার TMC কাউন্সিলর! শোরগোল রাজ্যে

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ ১১ বছর পর যুবককে পিটিয়ে খুনের মামলায় আদালতের নির্দেশে তৃণমূল কাউন্সিলরকে (Trinamool Congress) গ্রেফতার করল পুলিশ। দীর্ঘ এক দশক পর পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারক গুহ গ্রেপ্তার হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে চারিদিকে। কিন্তু প্রশ্ন উঠছে এত বছর পর হঠাৎ কীভাবে মাথাচাড়া দিয়ে উঠল এই খুনের মামলা?

খুনের মামলায় গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর (Trinamool Congress)

সূত্রের খবর বহুদিন ধরেই ব্যারাকপুর আদালতে ২০১৪ সালের এই ‘পিটিয়ে খুনের মামলা’ চলছিল। ইতিপূর্বে একাধিকবার তৃণমূল (Trinamool Congress) কাউন্সিলর তারক গুহকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু প্রত্যেকবারই নানাবিধ কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যাচ্ছিলেন তিনি। তবে শেষমেষ রেহাই  পেলেন না এই দাপুটে এই তৃণমূল কাউন্সিলর।

অবশেষে শুক্রবার বিচারকের ডাকে আদালতে হাজিরা দিয়েছিলেন তিনি। তারপরে বিচারক তাঁকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় গোটা পানিহাটি সোদপুর জুড়ে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ ২০১৪ সালের ২৬ নভেম্বর দলবল নিয়ে গিয়ে এক স্থানীয় যুবককে পিটিয়ে খুন করেছিল শাসক দলের এই নেতা।

আরও পড়ুন: বেআইনি নির্মাণের আড়ালে তৃণমূলের পার্টি অফিস! হাইকোর্টের নির্দেশে চলল বুলডোজার

প্রসঙ্গত যখন তারকের বিরুদ্ধে এই খুনের অভিযোগ উঠেছিল তখন তিনি কাউন্সিলর হননি। যদিও সেইসময়েও এলাকায় কম দাপট ছিল না তাঁর। রাজ্যের শাসকদলের ছত্রছায়ায় থাকায় পুলিশ তাঁর গায়ে হাত পর্যন্ত দেয়নি বলে অভিযোগ। পরবর্তীকালে তারক তৃণমূল কাউন্সিলর হওয়ার পর তাঁর দাপট আরও বাড়ে। তাঁর সেই ক্ষমতার বলে ওই খুনের মামলাটিও কার্যত ধামাচাপা পড়ে গিয়েছিল।

Trinamool Congress

কয়েক বছর আগে মৃত যুবকের পরিবারের উদ্য়োগে আরও একবার ব্যারাকপুর আদালতে ওঠে ২০১৪ সালের ওই খুনের মামলা। তারপর কাউন্সিলরকে একাধিকবার তলব করেছিলেন বিচারক। কিন্তু প্রতিবার তা এড়িয়ে যান তিনি। অবশেষে এদিন তিনি আদালতে হাজিরা দিতেই তাঁকে গ্রেফতার করার নির্দেশ দেন বিচারক। প্রশ্ন উঠছে কিসের প্রভাব খাটিয়ে এতবছর ধরে একটি ঘটনাকে তিনি ধামাচাপা দিয়ে রেখেছিলেন তারক? উঠে আসছে সরাসরি পুলিশকে নিয়ন্ত্রণ করার প্রশ্নও। অন্যদিকে এই ঘটনার পর তৃণমূল সরকারকে আক্রমণ শানাতে আসরে নেমেছে রাজ্যের বিরোধী দলগুলিও।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর