বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানে তালিবান একদিকে যখন সরকার বানানোর প্রচেষ্টায় জুটেছে আর গোটা বিশ্বের সঙ্গে সুসম্পর্ক স্থাপন করার প্রচেষ্টায় নেমেছে। অন্যদিকে পঞ্জশিরে এখনও তাঁরা কবজা জমাতে পারেনি। আর ওই এলাকায় কবজা করার জন্য তাঁরা লাগাতার নর্দান অ্যালায়েন্সের সঙ্গে যুদ্ধ করেই চলেছে। সোমবার থেকেই পঞ্জশিরে তালিবান আর নর্দান অ্যালায়েন্সের সঙ্গে লড়াই চলছে।
পঞ্জশিরের আলাদা আলাদা এলাকায় তালিবান অনুপ্রবেশের চেষ্টা করে চলেছে। যদিও, নর্দান অ্যালায়েন্সের দাবি অনুযায়ী, তালিবানের সকল প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। নর্দান অ্যালায়েন্স জানিয়েছে যে, তাঁরা পঞ্জশিরে ঢোকার রাস্তায় কড়া পাহারা দিয়ে রয়েছে। আর এই কারণেই তালিবান বারবার প্রচেষ্টা করার পরেও ব্যর্থ হচ্ছে।
তালিবান আর নর্দান অ্যালায়েন্সের মধ্যে পঞ্জশিরে তুমুল সংঘর্ষ চলছে। আর এরই মধ্যে নর্দান অ্যালায়েন্স জানিয়েছে যে, তাঁদের গুলির আঘাতে মৃত ৪০-র বেশি তালিবানির দেহ উপত্যকায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, আমরা তালিবানকে সেই দেহগুলিকে ফেরত নিয়ে যাওয়ার জন্য বলেছি, কিন্তু তাঁরা নেয়নি।
পঞ্জশিরে বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করা তালিবানের সবথেকে বড় সমস্যা হল, তাঁরা তাঁদের আহত সদস্যদের চিকিৎসা কাবুলে করাতে পারছে না। কারণ, আফগানিস্তানের রাজধানী কাবুলের হাসপাতালে এখনও স্টাফেরা কাজে পৌঁছায় নি। আর এই কারণে তালিবানদের নর্দান অ্যালায়েন্স ছাড়াও মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকিৎসকদের অভাব।