নামিবিয়া ম্যাচের মাঝেই সকলের মন জয় করে নিলেন পান্থ, মুহূর্তে ভাইরাল

বাংলা হান্ট ডেস্কঃ নিজেদের প্রথম দুই ম্যাচে পরপর হারের জেরে বিশ্বকাপে ভারতের স্বপ্নের দৌড় বড়সড় ধাক্কা খেয়েছিল আগেই। তার ওপর রবিবার নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারানোর ফলে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় ভারতের বিদায়। এবার এই যন্ত্রনাময় সফর শেষ করে ভারতে ফিরে আসবে বিরাট বাহিনী তবে শেষ ম্যাচ অবশ্য গেল ভারতের পক্ষেই। সোমবার অনভিজ্ঞ নামিবিয়াকে নয় উইকেটে পরাজিত করে জয় দিয়েই নিজেদের সফর শেষ করল মাইটি ইন্ডিয়া। ভারতের জন্য মরুদেশের এই মহা যুদ্ধ খুব একটা ভাল যায়নি ঠিকই, তবে গতকাল শেষ ম্যাচে ঋষভ পান্থ একমন ঘটনা ঘটালেন যা সকলের হৃদয় ছুঁয়ে গেছে।

এদিন টসে জিতে নামিবিয়াকেই প্রথম ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিল বিরাট বাহিনী। ব্যাটিং চলাকালীন নামিবিয়ার ব্যাটার লিফটি ইটন একটি রান নেওয়ার সময় নিজেকে বাঁচানোর জন্য ড্রাইভ দেন। উইকেট কিপার পান্থ ছিলেন উইকেটের পিছনে কিন্তু সেসময় পান্থের পায়ে এসে লাগে ইটনের ব্যাট। পান্থ খুবই চেষ্টা করেছিলেন ব্যাট যাতে তার পায়ে না লাগে কিন্তু শেষ পর্যন্ত এই ঘটনা এড়াতে পারেননি তিনি। কিন্তু ব্যাট পায়ে লাগার সাথে সাথেই পান্থ লিফটির কাছ থেকে তার ব্যাটটি চেয়ে তাতে হাত ঠেকিয়ে হাত বুকে ছোঁয়ান।

ক্রিকেটারের কাছে তার সবচেয়ে বড় অস্ত্র হল ব্যাট। তাই পায়ে ঠেকিয়ে সেই অস্ত্রের অসম্মান করতে চাননি ভারতের এই উইকেট কিপার ব্যাটসম্যান। এই ঘটনার ভিডিও এখন রীতিমত ভাইরাল সোস্যাল মিডিয়ায়। পান্থ যেভাবে তার ব্যাটের প্রতি সম্মান দেখিয়েছেন তা মুগ্ধ করেছে সকলকেই। নেটিজেনদের অনেকেই বলছেন এটাই হল আসল ভারতীয় সংস্কৃতি।

প্রসঙ্গত উল্লেখ্য সোমবারের এই ম্যাচে প্রথম ব্যাটিং করে  আট উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করেছিল নিমিবিয়া। জবাবে ব্যাট করতে নেমে রোহিত এবং রাহুলের জোড়া হাফ সেঞ্চুরির দৌলতে ২৮ বল বাকি থাকতেই অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল।

 

 

 

Abhirup Das

সম্পর্কিত খবর