বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিন ম্যাচের ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে সহজ জয় পাওয়ার পর, দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজকে ৪৪ রানে হারিয়েছে ভারত। এর ফলে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। কিন্তু দুই ম্যাচে ভারতীয় উইকেটরক্ষক রিশভ পন্থের পারফরম্যান্স খুব একটা ভালো ছিল না। দুটি ম্যাচেই ফ্লপ হওয়ায় পন্থের বদলে অন্য কাউকে সুযোগ দিয়ে দেখতে পারেন রোহিত।
তৃতীয় ওয়ানডে ম্যাচটি হবে ১১ই ফেব্রুয়ারি শুক্রবার। এই ম্যাচে পন্থের বাদ পড়া প্রায় নিশ্চিত। দ্বিতীয় ওয়ান ডে-তে রোহিত শর্মা পন্তকে ওপেন করেছিলেন, কিন্তু সেখানেও তিনি ছিলেন ফ্লপ। এই ওয়ান ডে সিরিজে এখনও পর্যন্ত ঋষভ পন্ত ১১ এবং ১৮ রান করেছিলেন। টেস্ট ক্রিকেটে পন্থের স্থান সুরক্ষিত। কিন্তু ওয়ান ডে দলে তার জায়গা নিয়ে প্রশ্ন উঠছে।
তৃতীয় ওয়ান ডে-তে রিশভ পন্তের বদলে তরুণ উইকেট-রক্ষক ঈশান কিষানকে আর একটু সুযোগ দিতে পারেন রোহিত। ভারতীয় দলের হয়ে তৃতীয় ওয়ান ডে-তে ওপেন না করতে পারলেও মিডল অর্ডারে দেখা যেতে পারে ঈশানকে। লোকেশ রাহুলকে তার জন্য ৫ নম্বরে দেখা যেতে পারে।
ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তিন ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় আহমেদাবাদের স্টেডিয়ামে। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করে ভারতীয় দল মাত্র ২৩৭ রান করতে পারে। কিন্তু জবাবে ওয়েস্ট ইন্ডিজ দল গুটিয়ে যায় মাত্র ১৯৩ রানে। এর ফলে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজে ১ ম্যাচ বাকি থাকতেই জিতে গেছে ভারত।