বাংলা হান্ট নিউজ ডেস্ক: শতরান করলেন রিশভ পন্থ। ব্যাট হাতে এজবাস্টনে তান্ডব নাচ নাচছেন ভারতীয় উইকেটরক্ষক। একসময় ম্যাচে শক্ত কামড় বসানো ইংল্যান্ডের হাত থেকে ম্যাচ যেন প্রথম দিনেই বার করে নিয়ে যাচ্ছেন বাঁ-হাতি তারকা।
আজ শতরান করার সাথে সাথে ২০০০ টেস্ট রান পূর্ন করলেন তিনি। ঘরের মাঠে মাত্র ৮ ম্যাচ খেলে এই মাইলফলক অর্জন করেছেন পন্থ। এই পারফরম্যান্স অব্যাহত রাখলে ভবিষ্যতে আরও অনেক রেকর্ড করবেন তিনি তবে অ্যাওয়ে গ্রাউন্ডে তিনি যেভাবে অ্যান্ডারসন, ব্রডদের মতো বোলারদের উপর আধিপত্য বিস্তার করেছেন তা খুবই চাঞ্চল্যকর ব্যাপার।
এই মুহূর্তে পন্থ যে কীর্তি গড়ছেন তা বিশ্বমানের।তিনি যখন ক্রিজে আসেন তখন ১০০-এর কমে পাঁচ উইকেট হারিয়ে গভীর সমস্যায় পড়েছিল ভারত। তিনি শুধু বোলারের উপর চাপ সৃষ্টি করেছেন, অ্যান্ডারসনকে এমনভাবে রিভার্স সুইপ করলেন যেন তিনি কোনও বোলারই নন।
অপরদিকে পন্থের দৌরাত্ম্যর মাঝে হিমালয়ের মতো অবিচল রবীন্দ্র জাদেজা। নিজে আক্রমণাত্মক ব্যাটার হয়েও পন্থকে স্বাধীনতা দিয়ে উইকেটের একদিক আগলে অর্ধশতরান করলেন তিনি। তাদের দুজনের দুরন্ত ব্যাটিংয়ে প্রথম দিনেই ৩০০ পেরিয়ে গেছে ভারত। তাদের মধ্যে ২০০ রানের পার্টনারশিপ হয়। শেষপর্যন্ত লোভ দেখিয়ে পন্থকে ১১১ বলে ১৪৬ রান করার পর থামাতে সক্ষম হয়েছেন জো রুট। তাকে বোলিংয়ে এনে পন্থকে ফাঁসাতে চেয়েছিলেন স্টোকস। একটু রান দিলেও নিজের তৃতীয় ওভারে সেই পরিকল্পনা সফল করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক।