বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় অধিনায়ক হিসেবে নিজের দ্বিতীয় ম্যাচেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন পন্থ। তাকে নিয়ে অনেকের অনেক আশা ছিল। কিন্তু আপাতত তাকে সেই প্রত্যাশা পূরণের ধারেকাছেও পৌঁছতে দেখা যায়নি। ইতিমধ্যে ক্রিকেট বিশেষজ্ঞরা তার নেতৃত্বের কিছু কিছু সমালোচনাও করতে শুরু করে দিয়েছেন। সামান্য কিছু ইতিবাচক দিক যে দেখা যায়নি তা নয়। যেমন সুনীল গাভাস্কার তার প্রশংসা করে বলেছেন “ভুবনেশ্বর কুমার তখন দুর্দান্ত ছন্দে মলিন করছিল সেই সময় সেই সময় তাকে তৃতীয় ওভার করতে দেয় পন্থ যেটা খুব প্রশংসনীয় সিদ্ধান্ত ছিল।” কিন্তু তা বাদে বাকি যা সিদ্ধান্ত তিনি নিয়েছেন তা অনেককেই খুশি করতে পারেনি।
প্রথম এবং দ্বিতীয় টি-টোয়েন্টিতে রিশভ পন্থ অধিনায়ক হিসাবে যে ভুল গুলো করেছিলেন সেগুলো কে সামনে এনে তার সমালোচনা করেছেন আশিস নেহেরা। প্রাক্তন ভারতীয় পেসার এবং গুজরাট টাইটানস কোচ আশিস নেহেরা বলেছেন, “তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে কি কি পরিবর্তন হবে তা পরিস্থিতির ওপর নির্ভর করবে কিন্তু রিসব পন্ত কয়েকটি বিষয়ের ওপর নজর দিতে হবে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে যখন দুজন ডানহাতি ব্যাটার ব্যাট করছিলেন তখন তিনি অকারণে অক্ষর প্যাটেলকে দিয়ে বোলিং করানো থেকে বিরত থাকেন। আমি এই সিদ্ধান্তের কোন আশানুরূপ কারণ খুঁজে পাইনি।”
Rishabh pant during toss today 😁🤭 pic.twitter.com/Ec7OMOGly6
— Rishabh pant fans (@rishabpantclub) June 12, 2022
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ভারতের ব্যাটিং দুর্দান্ত হয়েছিল। বিশেষ করে ঈশান কিশান এবং হার্দিক পান্ডিয়ার ঝড়ো ব্যাটিং এর উপর ভর করে ভারত ২০০-র ওপর রান তুলেছিল। সেই ম্যাচেও প্রোটিয়াদের টপঅর্ডার কে কিছুটা নিয়ন্ত্রণ করতে পারলেও মিডল অর্ডারের সামনে অসহায় আত্মসমর্পণ করেছিল ভারতীয় বোলাররা। দক্ষিণ আফ্রিকাকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছিলেন ডেভিড মিলার এবং রাসি ভ্যান ডার ডুসেন।
সেই ম্যাচে মিডল অর্ডারে মিলার-ডুসেন পার্টনারশিপ ভাঙ্গার জন্য কোন পরিকল্পনা বেরোয়নি পন্থের মাথা থেকে। এই খেলাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো। ভুবনেশ্বর কুমারের দুরন্ত বোলিংয়ের দৌলতে তাড়াতাড়ি তিন উইকেট হারিয়ে ফেলেছিল দক্ষিণ আফ্রিকা। রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইনআপ কিন্তু সেই মাঝের ওভার গুলিতে চাহাল মার খেয়ে গেলেও তাকে দিয়েই বোলিং করিয়েছেন পন্থ। অক্ষর প্যাটেল থাকা সত্ত্বেও তাকে ঠিকমতো ব্যবহার করেননি পন্থ। যার ফল ভারতকে ভালোই পড়তে হয়েছে কারণ চাহাল নিজের ৪ ওভারে ৪৯ রান দেন।