ফের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং পন্থের, সমালোচনায় ভরিয়ে দিলেন এই দুই প্রাক্তন ক্রিকেটার

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে চমকপ্রদ সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। উইকেটরক্ষক রিশভ পন্থকে আজ ওপেন করতে পাঠান। শুরুতে আক্রমণাত্মক ব্যাটিংয়ের জন্য পন্থকে রোহিতের সাথে ইনিংস শুরু করতে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি হতাশ করেছিলেন। সুবর্ণ সুযোগ হাতছাড়া করে বাজে শট খেলে প্যাভিলিয়নে ফেরেন পন্থ। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীপদাস গুপ্ত এবং লক্ষ্মণ শিবরামকৃষ্ণান এ নিয়ে পন্থের তীব্র সমালোচনা করেছেন।

টসে জিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়। সকলেই পন্থকে ওপেন করতে দেখে আশ্চর্য হন। গত ম্যাচে অর্ধশতরান করা রোহিত ব্যক্তিগত পাঁচ রানে কেমার রোচের বলে উইকেটরক্ষক সাই হোপের হাতে ধরা পড়েন তিনি। এর পর প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে ইনিংস এগিয়ে নিয়ে যাওয়া উচিত ছিল পন্থের। কিন্তু সেই সময় নতুন বলের সামনে রীতিমতো বেকায়দায় পড়ে গিয়েছিলেন পন্ত। তিনি ৩৩ বলে ১৮ রান করেন। এরপর ৩৪ তম বলে জঘন্য একটি শট খেলে নিজের উইকেট হারান।

rishav pant

 

তিনি আউট হওয়ার পর ম্যাচে ধারাভাষ্য দিতে থাকা দীপদাস গুপ্ত তার শট নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমি এটাকে খারাপ শট বলছি কারণ সে বলের গতির সম্পূর্ণ বিপরীত দিকে শট খেলেছে। বলটা ছিল অফ স্টাম্পের অনেক বাইরে। হয়তো অষ্টম বা নবম স্টাম্পে। পয়েন্টের দিক দিয়ে শট খেলা উচিত ছিল রিশভের।”

একইসঙ্গে আরেক ধারাভাষ্যকার লক্ষ্মণ শিবরামকৃষ্ণন বলেন, “পন্ত বড় ভুল করেছেন। প্রথমত, তারা বলের গতির বিপরীতে দিকে শট খেলা উচিত হয়নি। দ্বিতীয়ত রোহিতকে দ্রুত হারানোর পর এই শট খেলার কি দরকার ছিল তার? ও এখনও দায়িত্ব নিতে শেখেনি।”

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর