প্যণ্টালুন্সে বাঙ্গালি কর্মীদের হেনস্থা প্রতিবাদে সরব ১৫০ কর্মী

Last Updated:

বাঙ্গালি হওয়ার অপরাধে ১৫০জনকে হেনস্থা প্যণ্টালুন্সের এর ওপর। গত ৬ দিন ধরে ধরনা দিতে বসেছেন ১৫০জন। হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই তাদের এই প্রতিবাদ। তাদের অপরাধ তারা হিন্দি বলতে পারে না। বাংলা কথা বলায় তাদের কাজ থেকে ছাটাই করার দাবি উঠেছে।

 

 

কিন্তু তারাও হার মানার পক্ষে নয়। গত ৬ দিন ধরে ক্যমাক স্ট্রিটে তারা প্রতিবাদে বসেছেন। এমনকি জানা গেছে তাদের ওপ্র শারিরিক অত্যাচারও চালানো হতো। এমনভাবে দিনের পর দিন তারা মুখ বুজে সব সহ্য করে গেছেন। কিন্তু অবশেষে মুখ খুলেছেন । সব নিয়ে এখন পরিস্থিতি বেজায় গরম।

 

 

 

শপিং মলের ভেতরেই চলছে প্রতিবাদ পর্ব । তার পাশাপাশি দেশ ভক্তিমুলক গান চালানো হয়েছে। তাদের মধ্যে অনেক মহিলারা তাদের সদ্যজাতকে কোলে নিয়েই বসেছেন প্রতিবাদ করতে। জানা গেছে হিন্দি না বলে বাংলা বললেই ক্ষুব্ধ হয়ে পড়ছে ওখান্কার লোকজন। কর্মীদের মধ্যে ২৭ জনকে নানাকারনে ছাটাই করা হয়েছে, কিন্তু তারমধ্যে ২৩জন তারা বাংলা বলেনা এই কাওনে তাদের কাজ থেকে বের করে দেওয়া হয়ে বলে জানা গিয়েছে। এমনকি দেশের জাতিয় সংগীত গাওয়ার কারনেও অনেক কর্মীকে ছাটাই করা হয়েছে বলে জানা গেছে।

 

 

 

এখানেই ইতি নয় ছোটকাটো সবকিছু নিয়েই দুই তরফে অশান্তি লেগে থাকতো বলে খবর মিলেছে। আর এইভাবে না বলে কাজ থেকে বের করে দেওয়া যেন কিছুতেই মেনে নিতে পারছেনা অনেকেই। সব নিয়ে অনেক সহ্য করার পর অবসশষ  তারা প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছে, এখন দেখা যাক প্রতিবাদ কোনদিকে এগোয়।

X