ভারতের জয়ের দিনেও সমালোচনার মুখে পড়লেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। এমনিতেই বেশ ম্যাচ ধরে একেবারেই ভালো পারফরম্যান্স করতে পারছেন না তিনি। তাই পারফরম্যান্সের দিক দিয়ে বারেবারে পিছিয়ে পড়েছেন অন্যান্য খেলোয়াড়দের থেকে। আর এবার ধোনিকে নকল করতে গিয়ে একেবারে বাচ্চাদের মত একটি ভুল করে বসলেন গতকালকের গুরুত্বপূর্ণ ম্যাচে। তারপরে অনেকেই দাবী করেছেন ধোনিকে নকল করতে গিয়ে বারে বারে এইভাবে বাচ্চাদের মত ভুল করে বসছে পন্থ, আর যার খেসারত দিতে হচ্ছে ভারতীয় দলকে।
এতদিন পর্যন্ত শুধু পন্থের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠেছে। ধৈর্য ধরে ব্যাটিং না করে বাচ্চাদের মত ভুলভাল শট মারতে গিয়ে আউট হয়েছেন। আর এবার পন্থের কিপিং নিয়ে প্রশ্ন উঠে গেল ক্রিকেট মহলে। এই দিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা। ফলে ব্যাটিং করতে আসেন বাংলাদেশ দুই ওপেনার লিটন দাস এবং নঈম। বাংলাদেশের দুই ওপেনার যখন ক্রিজের উপর চেপে বসেছিল অর্থাৎ তারা যখন একেবারে সেট হয়ে গিয়েছিল সেই সময় বাংলাদেশ ইনিংসের 6 নম্বর ওভারে একটি সহজ স্টাম্পিং এর সুযোগ আসে ঋষভ পন্থের এর কাছে। কিন্তু সেই সময় তাড়াহুড়ো করে উইকেট এর আগে বল ধরে নেয় পন্থ এবং তারপর তিনি স্টাম্পিং করেন। এর ফলে প্রথমে আউট দিলেও পরে এই ডিসিশন থার্ড আম্পায়ারের কাছে যায়। এবং তারপর থার্ড আম্পায়ার দেখেন যে বলটি উইকেট পেরোনোর আগেই পন্থ সেই বলটি ধরে স্টাম্পিং করেছেন, ফলে এই বলটি নো-বল দেওয়া হয়।
আর এরপরে ধোনির উত্তরসূরি হিসাবে বেছে নেওয়া ঋষভ পন্থকে নিয়ে সমালোচনা আরো বাড়তে থাকে। দর্শক আসন থেকেই অনেকেই বলতে থাকেন যে পন্থ নয় এবার ভারতীয় দলে নিয়মিত সুযোগ দেয়া হোক সঞ্জু স্যামসন কে।