পন্থের ব্যাট লড়াইয়ে রাখলো ভারতকে, দুর্দান্ত শতরান করে নট-আউট ধোনির উত্তরসূরি

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চরম উত্তেজক অবস্থায় পৌছে গিয়েছে কেপটাউন টেস্ট। এই ম্যাচের আগে অবধি দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের সফরে ভারতীয় দল সিরিজ জয়ের মতো জায়গায় পৌঁছেছিল। সিরিজ এই মুহূর্তে সমতায় রয়েছে। তবে তৃতীয় টেস্ট ম্যাচে পাল্লা ভারী দক্ষিণ আফ্রিকার। জয়ের জন্য তাদের সামনে টার্গেট ২১১। ভারতকে দ্বিতীয় ইনিংসে ১৯৮ এ রুখে দিয়েছে তারা।

ভারত যে এখনও লড়াইয়ে রয়েছে তার মূল কারণ একজন। তিনি হলেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার রিশভ পন্থ। সম্প্রতি তার ফর্ম এবং দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছিল। সেই সকল প্রশ্ন স্টেপ আউট করে মাঠের বাইরে ফেললেন ভারতীয় উইকেটরক্ষক।

   

pant

ম্যাচে একটা সময় দক্ষিণ আফ্রিকা রীতিমতো ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ভারতকে। তৃতীয় দিনে পূজারা এবং রাহানের পর দীর্ঘক্ষণ ক্রিজে সময় কাটিয়ে ফিরে গিয়েছিলেন কোহলিও। এইসময় পাল্টা আক্রমণ করে লড়াইয়ে ফেরালেন ভারতকে পন্থ। ১৩৯ বলে ১০০ রানের মার কাটারী ইনিংস খেলে ভারতকে ম্যাচে টিকিয়ে রাখলেন তিনি।

এর আগে কোনও ভারতীয় উইকেটরক্ষকের এশিয়ার বাইরে ১ টা বেশি শতরান ছিল না। আজকের এই ইনিংসটি খেলার পর পন্থের নামের পাশে এশিয়ার বাইরে তিন তিনটি শতরান করার কৃতিত্ব জুড়লো তার মুকুটে। তবে সবকিছুই ব্যর্থ হয়ে যাবে যদি ভারত ম্যাচ জিততে ব্যর্থ হয়। ভারতের ২১১ রানের টার্গেট তাড়া করতে নেমে এই প্রতিবেদনটি লেখার মুহূর্তে দক্ষিণ আফ্রিকার স্কোর বিনা উইকেটে ১৫।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর